Viral Video: মনোরম আবহাওয়ার মজা নিল দুটি কোবরা! পাটনা চিড়িয়াখানার ঘটনা দেখে হতবাক নেটপাড়া…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 31, 2021 | 1:57 PM

১ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিয়োতে দুটি সাপকে মাটিতে তাদের ফণা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিয়োটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একটি কোবরা খেলার ছলে অন্যটিকে আক্রমণ করার চেষ্টা করে।

Viral Video: মনোরম আবহাওয়ার মজা নিল দুটি কোবরা! পাটনা চিড়িয়াখানার ঘটনা দেখে হতবাক নেটপাড়া...

Follow Us

প্রেমিক প্রেমিকাদের জন্য শীতকালকে বেশ এগিয়ে রাখা হয়। কারণ, এই সময়কার পরিবেশ অনেকটাই মনোরম থাকে। তা সে প্রিয়জনের সঙ্গে একটা ভাল সময় কাটানোর ক্ষেত্রেই হোক কিংবা কোথাও ঘুরতে যাওয়ারই হোক। অন্তত মানুষ হিসেবে এমন ধারণাই আমাদের আছে। কিন্তু, অমেরুদণ্ডী সরীসৃপরাও যে আমাদের মতোই ধারণা পোষণ করে তা আর কে জানত!

বিহারের পাটনা চিড়িয়াখানায় মনোরম আবহাওয়ায় দুটি সাপের খেলা দেখে অবাক নেট দুনিয়া। প্রথমে বেশ উত্তেজিত হয়ে পরে একেবারে হৃদ্যতাপূর্ণ দৃষ্টি বিনিময়, এমনই একটি ভিডিয়ো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। বিহার সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান সচিব দীপক কুমার সিং টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন। এখানে যে ভিডিয়োর কথা বলা হচ্ছে সেখানে দুটি কোবরা সাপকে পরস্পরের সঙ্গে কিছুটা সময় কাটাতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োটি নেটিজেনদের সম্পূর্ণভাবে হতবাক করেছে।

ভিডিয়োটি দেখুন:

সিং তার হ্যান্ডেলে ভিডিয়োটি যে ক্যাপশন লিখে শেয়ার করেছেন তা হল,’এক জোড়া ভারতীয় কোবরা পাটনা চিড়িয়াখানায় শীতল আবহাওয়া উপভোগ করছে। তাদের ভয়ঙ্কর ফণা এবং ভয় দেখানোর সোজা ভঙ্গি দেখুন। তারা গ্রহের সবচেয়ে আইকনিক সাপের মধ্যে বিবেচিত হয়।’

১ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিয়োতে দুটি সাপকে মাটিতে তাদের ফণা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিয়োটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একটি কোবরা খেলার ছলে অন্যটিকে আক্রমণ করার চেষ্টা করে। আবার তারা আগের অবস্থানে ফিরে যায় এবং তাদের ফণাগুলি উঁচু করে দাঁড়িয়ে থাকে। ছোট ভাইরাল ভিডিয়ো ক্লিপটি ৩ হাজারেরও বেশি ভিউ এবং অনেক লাইক, কমেন্ট, রিটুইট পেয়েছে।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

Next Article