বলা হয়, ভারতে সুযোগের সৎ ব্যবহার করা লোকের অর্থাৎ ‘জুগাড়ি’ লোকের কোনও অভাব নেই। আমাদের দেশে মানুষ অর্ধেকের বেশি কাজ করে থাকে এই জুগাড়ের ভিত্তিতে। মানুষ বিভিন্ন কৌশল প্রয়োগ করে সহজেই একটা কঠিন শ্রম সাপেক্ষ কাজকে চট করে সেরে নেয়।
সম্প্রতি ইন্টারনেটে এমন একটি ভিডিয়ো দেখতে পাওয়া গেল যেখানে ‘জুগাড়’ একটা অন্য পর্যায় পেল। যখন পেট্রলের ক্রমবর্ধমান দামে জনগণ রীতিমতো বিরক্ত, তখন একজন ব্যক্তি তাঁর মোটরসাইকেলটিকে একটি সাইকেলে বা বলতে পারেন সাইকেলটিকে একটি মোটরসাইকেলে পরিণত করেন। অর্থাৎ এই গাড়িটি দেখতে বাইকের মতো হলেও, চালানোর সময় এটা একটা সাইকেলের মতোই। এই অনন্য ভিডিয়োটি প্যারামাউন্ট_সাইকেল_স্টোর নামে একটি ইনস্টাগ্রাম পেজ শেয়ার করেছে।
ভিডিয়োটি দেখুন:
আমরা সবাই জানি যে দেশে পেট্রল এবং ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই কারণে মানুষের কাছে পেট্রোল কেনা খুবই ব্যয়বহুল হয়ে পড়েছে। মানুষ পেট্রল কিনতে বেশ সমস্যায় পড়ছেন প্রতি মুহূর্তে। এই কারণে দামি পেট্রল কেনা এড়িয়ে এই ব্যক্তিটি খুঁজে পেয়েছেন এই অনন্য সমাধান।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি তার সাইকেলে মোটরসাইকেলের বডি ফিট করেছেন। এরপর খুব আরামে তা চালাচ্ছেন। এই ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই মানুষটির বিশেষ জুগাড়কে খুব পছন্দ করেছেন। এই ভিডিয়ো নিয়ে মানুষ নানা ধরনের মন্তব্য করছেন। মানুষ বিশ্বাস করেন, পেট্রলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই ব্যক্তি এই অদ্ভুত উপায় খুঁজে নিয়েছেন।
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?