Viral Video: বেশ শান্তিতে হ্রদে সাঁতার কাটছিলেন যুবক…হঠাৎই তাড়া করে এল কুমির!

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 27, 2021 | 12:26 PM

গারাপেইরা মারিনালভা দা সিলভা, যিনি গত পাঁচ বছর ধরে লাগো দো আমোরে আখের রসের স্টল করেছেন, তিনি যদিও বলেন, এর আগেও অনেকেই এই হ্রদে সাঁতার কাটতে ধুকেছে।

Viral Video: বেশ শান্তিতে হ্রদে সাঁতার কাটছিলেন যুবক...হঠাৎই তাড়া করে এল কুমির!

Follow Us

ইন্টারনেটে আজকের দিনে অনেক মজার মজার ভিডিয়ো ভাইরাল হয়। কিন্তু, সম্প্রতি একটা ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে ব্রাজিলে একজন সাঁতারুকে একটা কুমির হঠাৎই ধাওয়া করে। এই ভয়ঙ্কর ঘটনাটি জঙ্গলের মধ্যে অবস্থিত একটি জনপ্রিয় হ্রদে ঘটেছিল। ক্যাম্পো গ্র্যান্ডে লাগো ডো আমোর নামের হ্রদটি সাঁতারুদের জন্য নিষিদ্ধ করা হয়েছে কারণ এতে কুমিরদের উপস্থিতি রয়েছে।

দুর্ভাগ্যজনক ভাবে উইলিয়ান ক্যাটানো নামের এক ব্যক্তি একজন লোককে ঐ নিষিদ্ধ হ্রদে সাঁতার কাটতে দেখেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তাঁর ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করেন। লোকটি সাঁতার কাটতে শুরু করার সঙ্গে সঙ্গেই লেকের জলে থাকা একটি কুমির ঝড়ের গতিতে সেই ব্যক্তিকে তাড়া করতে শুরু করে।

ভিডিয়োটি দেখুন:

বিকেল ৪ টে ৪০-এর দিকে লোকটি জলে সাঁতার কাটছিলেন। ভিডিয়োতে সেই মুহূর্তটিও আছে যেখানে কুমিরটি ঐ ব্যক্তির একদম কাছাকাছি আসে। দেখে মনেও হয় যে যেন সত্যিই কামড় বসিয়ে দিয়েছে কুমিরটি। ব্যক্তি প্রাণপণে সাঁতার কেটে চরে উঠে আসেন।

যদিও, দেখে মনে হয় যে কুমিরটি চাইলেই মানুষটির মারাত্মক বড় রকমের ক্ষতি করতে পারত। কিন্তু কোনও কারণে সে কিছুই করেনি। চড়ে উঠে আসার পর দেখা যায় যে ব্যক্তিটি তাঁর ডান হাতের দিকে বার বার তাকাচ্ছেন। যদিও কামড়ের কোনও প্রমাণ নেই। তবে, যে গতিতে কুমিরটি ছুটে এসেছিল তাতে ব্যক্তি গুরুতরভাবে জখমও হতে পারতেন। 

গারাপেইরা মারিনালভা দা সিলভা, যিনি গত পাঁচ বছর ধরে লাগো দো আমোরে আখের রসের স্টল করেছেন, তিনি যদিও বলেন, এর আগেও অনেকেই এই হ্রদে সাঁতার কাটতে ধুকেছে। নিষিদ্ধ হলেও অনেকেই মাঝে মাঝেই সাঁতার কেটে থাকে। তবে, এরকম ঘটনা নাকি এর আগে কখনও হয় নি।

আরও পড়ুন: Viral Video: মাস্ক না পরায় বসতে দেওয়া হল না রেস্তোরাঁয়, গালাগাল করার জন্য মুখে সপাটে ঘুষি!

আরও পড়ুন: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

আরও পড়ুন: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

Next Article