প্রাণীরা আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে রাজত্ব করছে। কারণ তাদের কাজকর্ম এতটাই মজার হয় যে তা নেটিজেনদের মুখে হাসি নিয়ে আসে। যখন প্রাণীদের কথা আসে, কুকুর এবং বিড়াল সোশ্যাল মিডিয়ার বিশ্বে শীর্ষস্থান নিয়ে আছে। তাদের ভিডিয়োগুলি প্রচুর সংখ্যক লোককে আকর্ষণ করে।
এই কুকুর আর বিড়ালের প্রচুর ভিডিয়ো ভাইরাল হয়েছে। সম্প্রতি সেই তালিকায় আরও একটি সংযোজন হয়েছে। সর্বশেষ ভাইরাল হওয়া এই ভিডিয়োতে, জ্যাক এবং ইজি নামে দুই পোচকে একে অপরের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়। ভিডিয়োটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলার কোলে থাকা বাদামী রঙের কুকুরটিকে হাই তুলতে দেখা যায়।
ভিডিয়োটি দেখুন:
This is Jake and Izzy. They are having a yawning duel. And the first shot has been fired. Both 12/10 this could get ugly pic.twitter.com/DYLFFJULxV
— WeRateDogs® (@dog_rates) November 4, 2021
পরে, ভিডিয়োতে, বাদামী কুকুরটির হয় তোলা শেষ হওয়ার পরপরই আরেকটি কালো কুকুরও হাই তোলা শুরু করে। কালো কুকুরটিকে বাদামী কুকুরটার মতোই একই ধরণের আওয়াজ করতেও শোনা যায়। এদিকে, ভিডিয়োটি এখন টুইটার সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। ভিডিয়োটি ‘উই রেট ডগস’ নামের কুকুরদের জন্য বিশেষভাবে উৎসর্গ করা একটি টুইটার পেজ শেয়ার করেছে।
দু’দিন আগে শেয়ার হওয়ার পর থেকে ভিডিয়োটি চৌষট্টি হাজারেরও বেশি ভিউ এবং ছয় হাজারেরও বেশি রিটুইট হয়েছে। ক্যাপশনে লেখা হয়, ‘এটি হল জ্যাক এবং ইজি। তারা একটি হাই তোলার প্রতিযোগিতা করছে।’ বেশ কিছু নেটিজেনও তাদের পোষা কুকুরের হাই তোলার ছবি কমেন্টে পোস্ট করেছেন।
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?