ঘরে টিকটিকে দেখতে হয়তো আপনি চটি হাতে তাড়া করবেন। কিন্তু যদি কোনও নদীর ধারে কুমির দেখতে পান তাহলেও কি একই ভাবে জুতো হাতে তেড়ে যাবেন ? অবশ্যই হ্যাঁ। উপরন্ত সেই সময় আপনি নিজের প্রান বাঁচাতে ওখান থেকে পালানোর চেষ্টা করবেন। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ধরা পড়েছে এমনই একটি ঘটনা। কুমির তাড়াতে জুতো হাতে তাড়া করেছেন যুবতী।
এরপর আপনি কী ভাবছেন? এতে কাজ হয়নি? চমক তো এখানেই। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যায় যে একটি যুবতী কোনও রিভারব্যাঙ্কের পাশে দাঁড়িয়ে আছেন। সেই সময় হঠাৎ করে তার দিকে চলে আসে একটি কুমির। কুমিরকে ওখানকে তাড়াতে জুতো হাতে নিয়ে নেয় ওই মহিলা এবং তারপর ছুটে যায় কুমিরের দিকে। কুমিরও কী বুঝল জানা নেই, তবে সেও তার রাস্তা বদলে নেয় ওই মহিলার জুতোর তাড়া খেয়ে।
দেখুন দেই ভাইরাল ভিডিয়ো…
Everyone knows what it means when mom takes the shoe off. ???? pic.twitter.com/CXD94m6PVz
— Fred Schultz (@fred035schultz) November 9, 2021
এই ভিডিয়োটি ফ্রেড স্কালটজ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা রয়েছে, “সবাই জানেন যখন মা জুতো নিয়ে তেড়ে আসে তখন তার অর্থ কী হয়”। ভিডিয়োটি ইতিমধ্যেই ১.৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। দেড় হাজারেরও বেশি মানুষ রিয়্যাক্ট দিয়ে ভিডিয়োটিতে। ভিডিয়োটি রিটুইটের সংখ্যাও সাড়ে চারশো ইতিমধ্যেই অতিক্রম করে গেছে। ভিডিয়োটিতে কমেন্টের সংখ্যাও নেহাত কম নয়। এখান থেকে বোঝাই যাচ্ছে যে, ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়…
আরও পড়ুন:Viral Video: টিক্কা রসগোল্লা চাট খেয়ে দেখলেন এক ফুড ব্লগার, ইন্সটাগ্রামে ভাইরাল হল তাঁর প্রতিক্রিয়া…
আরও পড়ুন: Viral Video: স্কুল খোলার আনন্দে স্কুলের গেটের বাইরেই ব্যান্ড বাজিয়ে নাচ বাবা মায়ের, ভাইরাল ভিডিয়ো…
আরও পড়ুন: Viral Video: বেশ সুন্দর দোলনায় দুলছিলেন, হঠাৎই ভারসাম্য হারিয়ে ফেলেন, তারপরই ভাইরাল সেই দম্পতি…