AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মাঝরাতে রান্নাঘরে চোর ভেবে এ কী দেখলেন বাড়ির মালকিন…

Viral Video: মাঝরাতে রান্নাঘরে আওয়াজ পেয়ে মহিলা ভেবেছিলেন চোর এসেছে। তারপর যা দেখলে তাতে প্রায় পিলে চমকে যাওয়ার অবস্থা হয়েছিল তাঁর।

Viral Video: মাঝরাতে রান্নাঘরে চোর ভেবে এ কী দেখলেন বাড়ির মালকিন...
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 6:38 PM
Share

রাতের অন্ধকারে রান্নাঘরে শব্দ শুনেছিলেন মহিলা। ভেবেছিলেন নির্ঘাত চোর (Thief) ঢুকেছে। হাতেনাতে চোর ধরবেন বলে রান্নাঘরে গিয়ে যা দেখলেন তাতে ওই মহিলার প্রায় ভিরমি খাওয়ার জোগাড় হয়েছিল (Viral Video)। কারণ চোরের বদলে মহিলা চোখের সামনে হাজির হয়েছিল এক অতিকায় পাইথন (Python)। ওরকম পেল্লাই সাপ রাতের বেলায় আচমকা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবেন। সুদূর অস্ট্রেলিয়ায় এই কাণ্ড ঘটেছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সানশাইন কোস্ট রিজিয়নে গ্লেনভিউ এলাকায় একটি বাড়িতে রাতের অন্ধকারে রান্নাঘরে ঢুকে পড়েছিল ওই পাইথন। মহিলা জানিয়েছিলেন, রান্নাঘর থেকে কাঁচ ভাঙার শব্দ পেয়েছিলেন তিনি। তাই ভেবেছিলেন রান্নাঘরের জানলার কাঁচ ভেঙে হয়তো চোর ঢুকেছে। কিন্তু আসলে যে তখন সেখানে পাইথন ঘুরে বেড়াচ্ছিল তা মোটেই টের পাননি ওই মহিলা।

দেখুন পাইথন উদ্ধারের সেই ভাইরাল ভিডিয়ো

প্রথমে সুবিশাল সাপটি দেখে আঁতকে উঠেছিলেন মহিলা। প্রাথমিক ধাক্কা সামলে ধাতস্থ হতেও কিছুটা সময় লেগেছিল তাঁর। রান্নাঘরে রাতের অন্ধকারে আওয়াজ পাওয়ার পরেই স্থানীয় থানায় খবর দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন চোর ঢুকেছে বাড়িতে। কিন্তু পুলিশে খবর দেওয়ার পর একবার রান্নাঘরে ঢুকে দেখতে গিয়েছিলেন মহিলা যে ঠিক কী হচ্ছে। তখনই নজরে আসে সাপটি। মহিলা দেখতে পান রান্নাঘরের একটি তাকের মধ্যে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে ওই অতিকায় পাইথন। সাপের হদিশ পাওয়ার পরই স্ন্যাক ক্যাচার অর্থাৎ যাঁরা সাপ উদ্ধার করেন তাঁদের খবর দেন ওই মহিলা।

পাইথনের খবর পেয়ে মহিলার বাড়িতে হাজির হন সানশাইন কোস্ট স্নেক ক্যাচার সংগঠনের সদস্যরা। ফেসবুকে নিজেদের পেজে পাইথনটিকে উদ্ধারের ভিডিয়োও আপলোড করেছেন তাঁরা। লাঠি হাতে এক ব্যক্তি রান্নাঘর থেকে পাইথনটিকে উদ্ধার করতে গিয়েছিলেন। পাইথনটিকে উদ্ধার করে ওই মহিলার পিছনের ঝোপে ছেড়ে দিয়েছিলেন ওই স্নেক ক্যাচার। সোশ্যাল মিডিয়ায় ওই পাইথন উদ্ধারের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। অস্ট্রেলিয়ায় মাঝে মধ্যেই শোনা যায় লোকের বাড়িতে ঢুকে পড়ে বিষধর সব সাপ। সাধারণ মানুষের বাড়িতে তাদের আনাগোনা লেগেই থাকে। কখনও বাড়ির বারান্দা তো কখনও রান্নাঘর, কখনও আবার বাথরুমেও লুকিয়ে থাকে এরা। রাতবিরেতে আচমকা এই পাইথনদের দর্শন পেলে সত্যিই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়।

আরও পড়ুন- Viral Video: ক্যানসার আক্রান্ত মালকিনের সঙ্গে ৪০ দিন পর দেখা পোষ্যের, বাধ মানল না চোখের জল

আরও পড়ুন- Viral Video: তিনমাসের মেয়ের নতুন বন্ধু পোষ্য কুকুর, একরত্তির হাসিই বুঝিয়ে দিচ্ছে দারুণ খুশি সে

আরও পড়ুন- Viral Video: পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার সুবিশাল বিষধর কেউটে, বাগে আনতে হিমশিম খেয়েছেন উদ্ধারকারীরা