Viral Video: দোকানে গিয়ে সাইকেল চালিয়ে নিজেই ফল রস তৈরি করতে পারবেন ক্রেতারা! অভিনব দোকান আহমেদাবাদে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 26, 2021 | 11:58 AM

এই ভাইরাল ভিডিয়ো দেখে বেশ খুশি হয়েছেন নেটিজ়েনরা। সুস্বাদু ফলের রস খাওয়ার পাশাপাশি ওই দোকানদার যে শারীরিক কসরত করারও ব্যবস্থা রেখেছেন, এটা সত্যিই অভিনব ভাবনা।

Viral Video: দোকানে গিয়ে সাইকেল চালিয়ে নিজেই ফল রস তৈরি করতে পারবেন ক্রেতারা! অভিনব দোকান আহমেদাবাদে
ছবি প্রতীকী। ছবি সৌজন্যে- Select Health

Follow Us

ফলের রসের সঙ্গে যে সুস্বাস্থ্যের সম্পর্ক রয়েছে গুজরাতের আহমেদাবাদের এক দোকানদার সেটা ভাল করে বুঝেছেন। আর তাই নিজের দোকানে এক অভিনব উপায়ে ফলের রস বিক্রি করেন তিনি। ক্রেতারা এসে সাইকেল চালিয়ে নিজেরাই ফলের রস তৈরি করেন। শুনে অদ্ভুত লাগছে তো? কিন্তু বাস্তবে ঠিক এমনটাই হয়। ইনস্টাগ্রামের পেজ The Greenobar- এ ওই দোকানের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। আর সেখানে দেখা গিয়েছে যে, এক যুবক সাইক্লিং করতে করতে ফলের রস তৈরি করে নিচ্ছেন।

আহমেদাবাদের এই জুস বার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইনস্টাগ্রামের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে এক যুবক যার নাম মোহিত কেসওয়ানি, তিনি নিজেই সাইকেল চালিয়ে ফলের রস তৈরি করছেন। কিন্তু সাইকেলের সঙ্গে ফলের রস তৈরির সম্পর্ক কী? আসলে ওই সাইকেলের সঙ্গে এমনভাবে একটি ব্লেন্ডার লাগানো রয়েছে যে সাইক্লিক করলে তবে ফল থেকে নিংড়ে রস বের করে আনা সম্ভব হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাইকেলের প্যাডেলে চাপ দিলেই তরমুজ থেকে রস বেরিয়ে ব্লেন্ডারে জমা হচ্ছে। ক্রেতা নিজেই নিজের পছন্দ মতো ফলের জুস একদম মেহনত করে তৈরি করে নিতে পারবেন। ফলে ক্যালোরিও ঝরবে। আর এই দোকানেরও একটু অন্যরকম পরিচিতি হবে।

দেখুন আহমেদাবাদের ওই দোকানের ভিডিয়ো

এই ভাইরাল ভিডিয়ো দেখে বেশ খুশি হয়েছেন নেটিজ়েনরা। সুস্বাদু ফলের রস খাওয়ার পাশাপাশি ওই দোকানদার যে শারীরিক কসরত করারও ব্যবস্থা রেখেছেন, এটা সত্যিই অভিনব ভাবনা। নেট দুনিয়ায় ক্রমশ বাড়ছে এই ভিডিয়োর ভিউ। নেটিজ়েনদের কার এই ভিডিয়ো কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাচ্ছেন তাঁরা। শুধু তাই নয় অনেকে তো আবার এই দোকানে গিয়ে সাইক্লিং করে ফলের রস খাওয়ার বাসনাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন- Viral Video: পোষ্যকে কুকুরকে চিতাবাঘের তাড়া! বিশাল গেট টপকে বাড়িতে ঢুকে তুলে নিয়ে গেল শিকার, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: এই মাছ আবার হাঁটতে পারে! ২২ বছর পর দেখা মিলল অস্ট্রেলিয়ায়

আরও পড়ুন- Viral Video: ঠিক যেন ‘আনন্দের কারখানা’! ভাইরাল এই ভিডিয়ো দেখে বড়দিন আরও ‘বড়’ হল নেটাগরিকদের

Next Article