এক দিকে তিনি কোরিওগ্রাফার। আর এক দিকে ভারতীয় ক্রিকেটারের ঘরণিও বটেন। স্পিনার যুজবেন্দ্র চাহলের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma) সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাচের ভিডিয়ো পোস্ট করে আসেন বরাবর। এবার ভ্যালেন্টাইন’স ডে-ও সেলিব্রেট করলেন তাঁর সেই চিরপরিচিত ঢঙে। বীরভূমের ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানে (Kacha Badam Song) নাচলেন ধনশ্রী। আর তাঁকে সঙ্গত দিলেন তাঁরই মা। মায়ের সঙ্গে কাঁচা বাদাম গানে নেচে ভিডিয়োটি পোস্ট করে ধনশ্রী লিখছেন, “আমার ভ্যালেন্টাইনের জন্য”। ইনস্টাগ্রামের সেই রিল ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে। প্রায় ২৩ লাখেরও বেশি ভিউ হয়েছে সেই ভিডিয়োর, চার লাখেরও বেশি কমেন্ট পড়েছে।
এই ভাইরাল কাঁচা বাদাম ডান্স চ্যালেঞ্জ ভিডিয়োতে ধনশ্রীর পরনে দেখা গিয়েছে লাল রঙের একটি লম্বা ড্রেস। আর তাঁর মা পরেছিলেন লাল রঙেরই একটি সালওয়াল সুট। এই ডান্স ভিডিয়ো যে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অত্যন্ত পছন্দ হয়েছে, তা প্রমাণ করে দিচ্ছে ভিডিয়োর ভিউ ও তার কমেন্ট সেকশন। বহু মানুষ কিছু মূল্যবান কমেন্ট করে ধনশ্রীর উৎসাহও অনেকটা বাড়িয়ে দিয়েছেন।
একজন ইউজার লিখেছেন, “আপনারা দুজনেই খুব কিউট। হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে।” আর একজন আবার লিখলেন, “কাঁচা বাদাম জ্বরে আক্রান্ত দেশ।” তৃতীয় এক ইউজারের কমেন্টে ভেসে উঠল, ‘কিউটেস্ট’ মন্তব্য। প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে গুরুগ্রামে ছোট্ট একটি অনুষ্ঠানে ধনশ্রী বর্মার গলায় মালা পরিয়েছিলেন ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহল।
বীরভূমের ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান নিয়ে চতুর্দিকে যা চলছে, সে আর বলার কথা নয়। অনেকে বলছেন, গানটা যেন কানে আটকে গিয়েছে। এদিকে নেটিজেনরা কাঁচা বাদাম গানে নেচেও চলেছেন নিরন্তর। ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে নিশ্চয়ই আপনাদের নজর এড়াচ্ছে না? কখনও তানজ়ানিয়ার কিলি পল তো কখনও আবার দক্ষিণ কোরিয়ার মা ও তার মেনে, ডান্সিং ড্যাডও কাঁচা বাদাম গানে নেচে ভিডিয়ো শেয়ার করেছিলেন। পর্তুগালের এক বাবাও তাঁর কন্যাসন্তানের সঙ্গে এই গানে নেচেছেন।
কাঁচা বাদাম গানে সম্প্রতি নাচতে দেখা গিয়েছে আল্লু অর্জুনের ছোট্ট কন্যা আরহাকেও। আল্লু নিজেই সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। কোরিওগ্রাফার গণেশ আচার্য্য থেকে শুরু করে দ্য গ্রেট খালি পর্যন্ত কাঁচা বাদাম গানে নাচের চ্যালেঞ্জ নিতে আর বোধহয় কারও বাকি নেই। এদিকে ভুবন বাদ্যকারকে নিয়েই তাঁর কাঁচা বাদাম গানের একটি হরিয়ানভি ভার্সন বেরিয়েছে। তার একটি মিউজিক ভিডিয়োও প্রকাশিত হয়েছে সম্প্রতি, যেখানে দেখা গিয়েছে ভুবন বাদ্যকারকেও।
আরও পড়ুন: কাঁচা বাদাম গানে নাচলেন কোরিওগ্রাফার গণেশ আচার্য্য, দিলেন নিজস্ব ছোঁয়া!
আরও পড়ুন: কাঁচা বাদাম গানে নাচ আল্লু অর্জুন কন্যার, ‘আমার ছোট্ট বাদাম’, বললেন অভিনেতা
আরও পড়ুন: বিছানায় শুয়েই কাঁচা বাদাম গানে নাচলেন দ্য গ্রেট খালি, নেটপাড়ায় চলল বেজায় হাসাহাসি!