Alipurduar: কালীপুজোর রাতে শিশুকন্যাকে ‘ধর্ষণ করে হত্যার’ পর দেহ ফেলা হল পুকুরে, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের
Alipurduar: শুক্রবার সকালে এলাকার এই পুকুর থেকে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল সেই শিশুটি। শিশুটিকে জলে ফেলার সময়ে গ্রামেরই কয়েকজন বাসিন্দা দেখে ফেলেন। এরপর অভিযুক্তকে গাছে বেঁধে বেধড়ক মারধর শুরু করেন।
আলিপুরদুয়ার: কালীপুজোর উৎসবের মাঝে প্রতিবেশী শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে সুপারি গাছে বেঁধে গণধোলাই দেন গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে ফালাকাটার ধনীরামপুর এলাকায়। জানা গিয়েছে, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকার এই পুকুর থেকে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল সেই শিশুটি। শিশুটিকে জলে ফেলার সময়ে গ্রামেরই কয়েকজন বাসিন্দা দেখে ফেলেন। এরপর অভিযুক্তকে গাছে বেঁধে বেধড়ক মারধর শুরু করেন।
জানা গেছে, অভিযুক্ত এর আগেও আরও কিছু অপরাধে জেল খেটেছে। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত তাঁদের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছিলেন। এর ফলে মারধরের দাপট আরও বেড়ে যায়। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তাঁর স্ত্রীও অভিযোগ দায়ের করেছেন।
জটেশ্বর ও ফালাকাটার পুলিশ অভিযুক্তকে আটক করে। তবে গণপিটুনির জেরে মৃত্যু হয় অভিযুক্তের। উল্লেখ্য, ছয় বছর আগে ধনীরামপুর ২ অঞ্চলের ঘাটপাড় সরুগাঁওয়ে দূর্গা পূজার নবমীর দিন আরও এক নাবালিকার শ্লীলতাহানি করে হত্যা করেন ওই এলাকার এক বাসিন্দা। ছয় বছর পর কালীপূজার দিন একই রকমের ঘটনার ছায়া ধনীরামপুর ২ অঞ্চলেই।