Coromandel Train Accident: ৪ দিন পরও খোঁজ মিলছিল না, শেষে মৃতদেহের স্তূপে মিলল স্বপনের নিথর দেহ
Coromandel Train Accident: আলিপুরদুয়ার ২ নং ব্লকের বিডিও চিরঞ্জীব সরকার,সভাপতি অনুপ দাস,ডিপি এস সি র চেয়ারম্যান পরিতোষ বর্মণ,সমাজ সেবী লুইস কুজুর সহ অন্যন্যরা। তাঁরা আজ স্বপন বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা দেন।
আলিপুরদুয়ার: চারদিন কেটে গিয়েছে। কিছুতেই খোঁজ মিলছিল না আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পুকুরিয়া গ্রামের বাসিন্দা স্বপন বিশ্বাসের। শেষে তাঁর এক আত্মীয় ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ওড়িশা গিয়ে মর্গে, হাসপাতালে গিয়ে অবশেষে তাঁর খোঁজ পেয়েছেন। তাঁরাই শনাক্ত করেছেন স্বপন বিশ্বাসের দেহ।
এদিন ব্লক প্রশাসনের আধিকারিকরা স্বপন বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। ছিলেন আলিপুরদুয়ার ২ নং ব্লকের বিডিও চিরঞ্জীব সরকার,সভাপতি অনুপ দাস ,ডিপি এস সি র চেয়ারম্যান পরিতোষ বর্মণ ,সমাজ সেবী লুইস কুজুর সহ অন্যরা। তাঁরা আজ স্বপন বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা দেন।
আলিপুরদুয়ার জেলায় ট্রেন দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ একজন। আহতরা জেলা প্রশাসনের তৎপরতায় ফিরতে শুরু করেছেন। স্বপন বিশ্বাসের ভাই সুজন বিশ্বাস বলেন,”দাদা এখান থেকে পদাতিক এক্সপ্রেসে কলকাতা যান। তারপর কলকাতা থেকে করমণ্ডল এক্সপ্রেসে দক্ষিণ ভারতে যাচ্ছিলেন কাজে। এর মধ্যে বালেশ্বরে দুর্ঘটনা…” বলেই হাউহাউ করে কেঁদে ফেললেন সকলে।