Alipurduar University: কবে উপাচার্য পাবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়? ‘অভিভাবকহীন’ হওয়ার আশঙ্কায় পড়ুয়ারা
Alipurduar University: সম্প্রতি উপাচার্য নিয়োগ নিয়ে দড়ি টানাটানি চলছে রাজ্যপাল ও শিক্ষা দফতরের। শিক্ষামন্ত্রীকে না জানিয়েই উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।
আলিপুরদুয়ার: ফের অভিভাবকহীন হতে চলেছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। গত ৯ মার্চ তিন মাসের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রাক্তন উপাচার্য মহেন্দ্রনাথ রায়। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৮ জুন, বৃহস্পতিবার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারপর কে হবেন উপাচার্য? ২০২০ থেকে ২০২২, দুবছর আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মহেন্দ্রনাথ রায়। তারপর তিন মাস কোনও উপাচার্য ছিল না বিশ্ববিদ্যালয়ে। গত ৯ মার্চ তিন মাসের জন্য তিনি ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগ দেন। ছাত্র-ছাত্রীরা চাইছেন, তিনি ফের উপাচার্য হয়ে এই বিশ্ববিদ্যালয়ে আসুন। মেয়াদ শেষ হওয়ার আগে ছাত্র-ছাত্রীদের খাওয়ালেন তিনি।
মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন মহেন্দ্রবাবু। মেনুতে ছিল খিচুড়ি, ডিম, আলু ভাজা, চাটনি। ৫০০ থেকে ৬০০ ছাত্র-ছাত্রীর খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। উপাচার্য দাঁড়িয়ে থেকে তদারকি করেন।
উপাচার্য মহেন্দ্রনাথ রায় বলেন, “আমি তিন মাসের জন্য এসেছিলাম। ৮ জুন চলে যাচ্ছি। আমি চলে গেলে কিছুটা হলেও সমস্যা তো হবেই। আমি চিঠি না পেলে চলে যাব। এটা সরকার ও রাজ্যপালের ব্যাপার। কী হবে সেটা অনিশ্চিত। কাউকে না দিলে সমস্যা তো হবেই।”
এ ব্যাপারে বিধায়ক সুমন কাঞ্জীলাল বলেন, “আমরা চাই এখানে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক। তাতে বিশ্ববিদ্যালয় আর অভিভাবকহীন থাকবে না।” আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২০০ছাত্র ছাত্রী রয়েছেন। শিক্ষকের সংখ্যা ৫০ জন। স্নাতকোত্তর স্তরে পড়ানো হয় ১৪ টি বিষয়, এছাড়া এক বছরের ডিপ্লোমা কোর্স করা যায় হোটেল ম্যানেজমেন্ট, চা, ফরেস্ট্রি ও পর্যটনের ওপর। তামাং,রাজবংশী ও কুরুক ভাষাতেও ডিপ্লোমা কোর্স করা যায়।
সম্প্রতি উপাচার্য নিয়োগ নিয়ে দড়ি টানাটানি চলছে রাজ্যপাল ও শিক্ষা দফতরের। শিক্ষামন্ত্রীকে না জানিয়েই উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় কবে উপাচার্য পাবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।