EXCLUSIVE: ‘হরির সঙ্গে কথা বললাম, একটা অস্ত্রোপচার হয়েছে’, এই মুহূর্তের খবর জানালেন সইফের ছায়াসঙ্গী

নিজের বাড়িতেই আক্রান্ত সইফ আলি খান। বলিউড অভিনেতাকে একের পর এক ছুরির কোপ মারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অস্ত্রোপচার চলছে সইফের। এই মুহূর্তে ঠিক কেমন আছেন বলিপাড়ার নবাব? জানালেন নায়কের ছায়াসঙ্গী।

EXCLUSIVE: 'হরির সঙ্গে কথা বললাম, একটা অস্ত্রোপচার হয়েছে', এই মুহূর্তের খবর জানালেন সইফের ছায়াসঙ্গী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 12:51 PM

নিজের বাড়িতেই আক্রান্ত সইফ আলি খান। বলিউড অভিনেতাকে একের পর এক ছুরির কোপ মারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অস্ত্রোপচার চলছে সইফের। এই মুহূর্তে ঠিক কেমন আছেন বলিপাড়ার নবাব? মুম্বইয়ের হাসপাতালের এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি? সেই খবরই এল TV9 বাংলার কাছে। নায়কের ব্যক্তিগত পোশাকশিল্পী অভিষেক রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনিই জানালেন এখন বিপদ অনেকটাই কেটেছে।

অভিষেক বলেন, অভিষেক বলেন, “আমার সঙ্গে হরির (সইফের ছায়াসঙ্গী) কথা হল গতকাল (বুধবার) সন্ধ্য়া পর্যন্ত তো সইফ শুটিং করেছে। হঠাত্‍ যে কী হয়ে গেল। আমায় হরি জানিয়েছে শিরদাঁড়ার পাশে যে ক্ষত হয়েছে সেখানকার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। অনেকটাই বিপদ কেটেছে। কিন্তু এখনও অপারেশন থিয়েটারেই আছেন। আরও কিছু জায়গায় ক্ষত আছে। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এটাই খালি ভাবছি।” উল্লেখ্য, ডিজাইনারের দাবি, সইফই তাঁর ব্র্যান্ডের লোগো তৈরি করে দিয়েছে। কলকাতার বাজার থেকে বেরিয়ে গ্লোবাল মার্কেটে নিজেকে কী করে প্রতিষ্ঠা করবেন তিনি অভিষেকের ফ্রেন্ড, ফিলোজফর এবং গাইড এখন সইফই।

মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সৎগুরু শরণ নামক একটি বিল্ডিংয়ে থাকন সইফ আলি খান। সঙ্গে থাকেন স্ত্রী করিনা ও দুই পুত্র, তৈমুর ও জাহাঙ্গির। বুধবার রাতে ওই অ্যাপার্টমেন্টেই আক্রান্ত হন সইফ। প্রাথমিক সূত্রে খবর, চুরির উদ্দেশে বলিউড অভিনেতার বাড়িতে ঢুকেছিল সন্দেহভাজন একজন। বাড়ির পরিচারকরা তাঁর উপস্থিতি বুঝে চিৎকার করতেই সে পালানোর চেষ্টা করে। সেই সময় সইফের মুখোমুখি হয়ে যায় হামলাকারী।