Saif Ali Khan Assets: সইফের সম্পত্তি ঠিক কত যা দেখে চোর এল ঘরে?
Saif Ali Khan Assets: বান্দ্রার ফ্ল্যাটে তাঁর সঙ্গে থাকতেন করিনা কাপুর খান ও দুই সন্তান। ফলে সকলের নজর এড়িয়ে এই পরিসরে কীভাবে চোরের পক্ষে লুকিয়ে থাকা সম্ভব হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
মুম্বইয়ের বাড়িতে চোরদের আক্রমণের মুখে অভিনেতা সাইফ আলি খান। খবর ছড়িয়ে পড়তেই সকলের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়েও। তবে এই ঘটনার পাশাপাশি সাইফের ব্যক্তিগত জীবন এবং সম্পত্তি নিয়েও মানুষের কৌতূহল বেড়েছে। তিনি পাতৌদি পরিবারের উত্তরসূরী। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির কথা কারও অজানা নয়। বান্দ্রার ফ্ল্যাটে তাঁর সঙ্গে থাকতেন করিনা কাপুর খান ও দুই সন্তান। ফলে সকলের নজর এড়িয়ে এই পরিসরে কীভাবে চোরের পক্ষে লুকিয়ে থাকা সম্ভব হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানেন সইফ আলি খানের মোট সম্পত্তি কত?
CNBC TV18-এর তথ্য অনুযায়ী, সইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১,৩০০ কোটি টাকা। তাঁর স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৮৫ কোটি টাকা। তাঁরা বলিউডের অন্যতম ধনী এবং প্রভাবশালী জুটি।
সইফের আয়ের মূল উৎস তাঁর অভিনয় কেরিয়ার, ব্র্যান্ড প্রচার, ব্যক্তিগত বিনিয়োগ এবং ব্যবসা। তিনি দুটি প্রোডাকশন হাউসের মালিক— ব্ল্যাক নাইট ফিল্মস এবং ইলুমিনাটি ফিল্মস। ২০২৩ সালের এক রিপোর্ট অনুযায়ী, তিনি বছরে প্রায় ৩০ কোটি টাকা আয় করেন এবং সম্প্রতি নিজের পারিশ্রমিকের প্রায় ৭০ শতাংশ বাড়িয়ে তুলেছেন।