Alipurduar: বিডিয়ো আসতেই ধাঁ বালি পাচারকারীরা, ফিল্মি কায়দায় চলল আটক
West Bengal: কালচিনির হ্যামিল্টণগঞ্জ বাসরা নদী। অভিপ্রতিনিয়ত কয়েকশো ট্রাক্টরে করে অবৈধ ভাবে বাসরা নদী থেকে বালু পাচার হয়ে চলেছে।
আলিপুরদুয়ার: ফিল্মি কায়দায় ধাওয়া করে বালি পাচার রুখে দিলেন আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনির (Kalchinni) বিডিও (BDO)। জানা গিয়েছে, বাসরা নদীতে থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল বালি পাচারের। কিছুতেই বন্ধ হচ্ছিল না পাচার। এরপরই আসরে নামেন বিডিও। কালচিনির হ্যামিল্টণগঞ্জ বাসরা নদী। অভিপ্রতিনিয়ত কয়েকশো ট্রাক্টরে করে অবৈধ ভাবে বাসরা নদী থেকে বালু পাচার হয়ে চলেছে। পাচার রুখতে মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে। কিন্তু তাতেও বিন্দুমাত্র কেয়ার করছেন না বালি পাচারকারীরা। তারা তাদের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছে।কিন্ত নাছোড়বান্দা প্রশাসনও।
বুধবার আচমকা কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ বাসরা নদীতে অভিযান চালান। এবং বিডিওর গাড়ি দেখে পাচারকারীরা ট্রাক্টর নিয়ে বাসরা নদী থেকে পলায়ন শুরু করে। সব ট্রাক্টর পালিয়ে গেলেও একটি বালি বোঝাই ট্রাক্টর পালাতে সক্ষম হয়নি। উক্ত ট্রাক্টরকে আটক করা হয়।
এই বিষয়ে উল্লেখ্য, কিছুদিন পূর্বে বিডিও অভিযানে চালিয়ে একটি বালু বোঝাই ট্রাক্টর আটক করে। তার ও কিছু দিন পূর্বে বাসরা নদীতে ফিলমি কায়দায় ট্রাক্টরে পিছনে ধাওয়া করে বালু বোঝাই ট্রাক্টর আটক করা হয় । যদি ও এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, “যদি কেউ সরকারি নিয়ম ভাঙ্গার চেষ্টা করে আমরা তো আর দর্শক হয়ে বসে থাকবোনা।অবৈধ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।”