Alipurduar kali Puja: নিজের হাতে কালী প্রতিমা গড়ে নিজেই পুজো করবে পঞ্চম শ্রেণির আরব্য
Alipurduar kali Puja: আলিপুরদুয়ার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড। সেখানেই বাড়ি আরব্য সান্যালের। এই নিয়ে তৃতীয় বছর। নিজেই প্রতিমা গড়ে পুজো করছে সে। আরব্য ছোট থেকেই পুজোআর্চায় খুব মনোযোগী। বাড়ির লোকেরাও চান, পুজোয় মন থাকুক ছেলের। আরব্য বড় হয়ে পুরোহিত হতে চায়।
আলিপুরদুয়ার: ক্লাস ফাইভের ছাত্র আরব্য সান্যাল। এর আগে দুর্গা প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছিল। এবার নজর কাড়ল তার কালীপ্রতিমাও। ১১ বছর বয়স তার। অথচ এত সুন্দর প্রতিমা তৈরি করেছে, সকলেই অবাক। আরব্য জানাল, নিজেই মন্ত্র পড়ে পুজোও করবে সে।
আলিপুরদুয়ার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড। সেখানেই বাড়ি আরব্য সান্যালের। এই নিয়ে তৃতীয় বছর। নিজেই প্রতিমা গড়ে পুজো করছে সে। আরব্য ছোট থেকেই পুজোআর্চায় খুব মনোযোগী। বাড়ির লোকেরাও চান, পুজোয় মন থাকুক ছেলের। আরব্য বড় হয়ে পুরোহিত হতে চায়। এর আগে তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছিল দুর্গাপ্রতিমা। এবার ৫-৬ দিনে গড়েছে কালিকার মূর্তি। এ কাজে আরব্যর সঙ্গী তার পাড়ার আরও কয়েকজন খুদে।
আরব্য সান্যালের কথায়, “আমি ৫ থেকে ৭ দিনের মধ্যে এই প্রতিমা বানিয়েছি। তিন বছর ধরে আমি এই পুজো করি। নিজেই প্রতিমা বানাই। আমার ভাল লাগে পুজো করতে। আমি নিজেই মনের মতো করে প্রতিমা বানাই। আমার সঙ্গে আরও কয়েকজন বন্ধু আছে। ওরাও সাহায্য করেছে। আর পুজোও আমিই করছি।”
১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার বলেন, “আমরাও অভিভূত। এত কম বয়সে নিজে হাতে প্রতিমা তৈরি করে পুজো করছে ও।” নিজে ঘুরেও গিয়েছেন আরব্যর বাড়িতে। এমন গুনীর গুনের নমুনা চাক্ষুষ না করলে কি চলে?