Alipurduar: TV9 বাংলার খবরের জের, বন্ধ হল প্রতারণা চক্র
Alipurduar: প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বীরপাড়ার চার যুবক ১৮ হাজার টাকা বেতন পাওয়ার আশায় ১৫ হাজার টাকা জমা করে যোগ দিয়েছিলেন কাজে। তবে হতাশ হন তাঁরা। গিয়ে দেখেন ওখানে কোনও কম্পিউটার নেই। তখনই বুঝতে পারেন এটি একটি প্রতারণা কোম্পানি। সেই কারণে টাকা ফেরতের আশায় পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।
আলিপুরদুয়ার: টিভি৯ বাংলার খবরের জের। টিভি৯ বাংলায় খবর হতেই স্মার্ট ভ্যালুর আলিপুরদুয়ার অফিসে তালা পড়ল। পাততাড়ি গোটালেন স্মার্ট ভ্যালুর কর্মীরা। অফিসের নতুন শাখা খোলা হয়েছে কামাখ্যাগুড়িতে। তবে সেখান থেকেও প্রতারণার জাল বেছানোর অভিযোগ স্মার্ট ভ্যালুর কর্মীদের বিরুদ্ধে। টাকা চাইতে গিয়ে হুমকির শিকার প্রতারিতরা।
প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বীরপাড়ার চার যুবক ১৮ হাজার টাকা বেতন পাওয়ার আশায় ১৫ হাজার টাকা জমা করে যোগ দিয়েছিলেন কাজে। তবে হতাশ হন তাঁরা। গিয়ে দেখেন ওখানে কোনও কম্পিউটার নেই। তখনই বুঝতে পারেন এটি একটি প্রতারণা কোম্পানি। সেই কারণে টাকা ফেরতের আশায় পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।
বস্তুত, আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্রে একটি ভাড়াবাড়িতে রমরমিয়ে অনেকদিন চলেছে এই অফিস। গ্রামে গঞ্জের ১৫ থেকে ২৫ বছর বয়সীদের টার্গেট করে ব্যাবসার জাল পেতেছিল এই কোম্পানি। মহিলা ও মেয়েদের স্বনির্ভর করতে কম্পিউটার শেখানোর নাম করে তাঁদের কাছ থেকে অনলাইনে নেওয়া হয় ১৫ হাজার টাকা। কেউ কর্মীর হাতে ও টাকা জমা দিয়েছেন। অনলাইনে যে নম্বরে টাকা পাঠানো হচ্ছে সেটার অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে অভিযোগকারীদের। কম্পিউটার শেখা হয়ে গেলে তাদের চাকরি দেওয়া হবে। বেতন ১৮ হাজার টাকা। ফলে প্রতারণার ফাঁদে পড়ে সব হারিয়েছেন হচ্ছেন আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকার পড়ুয়া ও গৃহবধুরা।
অভিযোগ,ওই অফিসে কম্পিউটার বলে কিছু ছিল না। শুধু মাদুর বিছানো। যাঁরা এখানে ১৫ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের দিয়ে কাজ করানো হচ্ছে অন্য কিছু। তাঁদের পরিচিত মানুষজনের ৫০০ তালিকা করে দিতে হচ্ছে। তাঁদের নম্বর ফোন করতে বলা হচ্ছে। যা শেখানো হচ্ছে সেই ভাবে কথা বলে ফোন করতে হবে। যারা ছেড়ে দিচ্ছেন তাঁরা সেই টাকা ফেরত পাচ্ছেন না। এরকম ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছেন বহু মেয়ে ও গৃহবধূ,ছাত্র। কোম্পানির কাজকর্ম নিয়ে অভিযোগের আঙ্গুল তুলেছেন এখানে ভর্তি হওয়া বীরপাড়ার দুই যুবক। তাঁরা টাকা ফেরত পেতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। এবং তিনি এই কোম্পানিকে ফ্রড আখ্যা দিয়েছেন।
এই কোম্পানির একটি পদে রয়েছেন একজন মহিলা। তিনি বাইরে থেকে এসেছেন। প্রচুর কাগজপত্র দেখিয়েছিলেন। কিন্তু হিসেব অন্য কথা বলছে। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলায় কামাখ্যাগুড়ি ও ফালাকাটাতেও এরকম অফিস করেছে কোম্পানি। কর্মসংস্থানের নামে প্রতাড়িত করা হচ্ছে গ্রামের বহু মেয়ে মহিলাদের। আলিপুরদুয়ারে এক গৃহবধূ থানায় অভিযোগের পর তার ১৫ হাজার টাকা ফেরত দিয়ে আলিপুরদুয়ার থেকে পাততাড়ি গুটিয়েছে ওই অফিস। এখন আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি থেকে নতুন করে প্রতারণার জাল বিছান শুরু করেছে স্মার্ট ভ্যালু এমনটাই অভিযোগ।