Minor girl physically assaulted: এবার কুমারগ্রামে রক্তাক্ত নাবালিকা, ৯ বছরের শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

Minor girl physically assaulted: নাবালিকা ও অভিযুক্ত একই গ্রামের। অভিযুক্ত যুবককে আগে থেকে জানত নাবালিকার পরিবার। নাবালিকার বাবা বলেন, "গতকাল আমার মেয়ে নদীতে স্নান করতে গিয়েছিল। তখন তাকে ভুলিয়ে জঙ্গলে নিয়ে যায় ছেলেটি। তারপর মেয়ের উপর শারীরিক অত্যাচার করে।"

Minor girl physically assaulted: এবার কুমারগ্রামে রক্তাক্ত নাবালিকা, ৯ বছরের শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2024 | 3:16 PM

আলিপুরদুয়ার: শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত ফালাকাটা। ফুঁসছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারে ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালিকা। এবার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকে।

নির্যাতিত নাবালিকা ও অভিযুক্ত একই গ্রামের। অভিযুক্ত যুবককে আগে থেকে জানত নাবালিকার পরিবার। নাবালিকার বাবা বলেন, “গতকাল আমার মেয়ে নদীতে স্নান করতে গিয়েছিল। তখন তাকে ভুলিয়ে জঙ্গলে নিয়ে যায় ছেলেটি। তারপর মেয়ের উপর শারীরিক অত্যাচার করে।” এদিকে মেয়ে বাড়ি ফিরে আসছে না দেখে চিন্তায় পড়ে পরিবার। তখন নাবালিকার মা নদীর ধারে যান। দেখেন, তাঁদের মেয়েকে নিয়ে ফিরে আসছে ওই যুবক। মেয়েটি মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে।

নাবালিকার পরিবার জানিয়েছে, বাড়ি আসার মিনিট ১৫ পর থেকে গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয় নাবালিকার। তখন সে তার মাকে সব কথা বলে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। শনিবার তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। ধৃতের ফাঁসির সাজা চাইছে নাবালিকার পরিবার। নাবালিকার বাবা বলেন, “আমি ওর ফাঁসির সাজা চাই। আর কিছু চাই না। ফাঁসির সাজা না হলে এরকম কাজ অনেকেই করে ছাড়া পেয়ে যাবে।”

এখন কেমন আছে নাবালিকা? এক চিকিৎসক জানান, “শিশুটিকে যখন আনা হয়, তার অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এখন অনেকটাই ভাল রয়েছে।”