Teenage girl physically assaulted: ফের আলিপুরদুয়ার, অশ্লীল ভিডিয়ো বানিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ

Teenage girl physically assaulted: কিশোরীর বাবা বাইরে কাজ করেন। এবং তার মা চা বাগানের শ্রমিক। তার মা বাগানে কাজে গেলে সেই যুবক নাবালিকার বাড়িতে আসত। এবং তার ভিডিয়ো ভাইরাল করার ভয় দেখিয়ে ধর্ষণ করত বলে অভিযোগ।

Teenage girl physically assaulted: ফের আলিপুরদুয়ার, অশ্লীল ভিডিয়ো বানিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 9:02 PM

আলিপুরদুয়ার: অশ্লীল ভিডিয়ো তুলে ভয় দেখিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। ফালাকাটা, কুমারগ্রামের পর এবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লক। একটি চা বাগানে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে কালচিনি থানার পুলিশ।

অভিযোগ, অভিযুক্ত যুবক কয়েক মাস আগে কিশোরীর অশ্লীল ভিডিয়ো করে। এরপর তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই, মহিলা সমিতি ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নির্যাতিতার পরিবারের পাশে এসে দাঁড়ান। এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সোমবার কালচিনি থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গিয়েছে, কিশোরীর বাবা বাইরে কাজ করেন। এবং তার মা চা বাগানের শ্রমিক। তার মা বাগানে কাজে গেলে সেই যুবক নাবালিকার বাড়িতে আসত। এবং তার ভিডিয়ো ভাইরাল করার ভয় দেখিয়ে ধর্ষণ করত বলে অভিযোগ। কিশোরীর পরিবারের সদস্যরা জানান, যুবক প্রায়ই কিশোরীকে ভয় দেখাত, যাতে সে কাউকে কিছু না জানায়। সম্প্রতি নাবালিকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে অভিযুক্ত। এরপরই সকলকে বিষয়টি জানায় কিশোরী।

এদিন কালচিনি থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বছর বাইশের যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসোর অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।