Wood Smuggling: পাটে ঠাসা ট্রাক, পুলিশ হাত রাখতেই বেরিয়ে এল আসল জিনিস…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 01, 2022 | 3:38 PM

Jalpaiguri: উত্তরবঙ্গের একাধিক জায়গা চোরাচালানকারীদের গড়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রমরমা এই পাচারচক্রের।

Wood Smuggling: পাটে ঠাসা ট্রাক, পুলিশ হাত রাখতেই বেরিয়ে এল আসল জিনিস...
পাটের আড়ালে কাঠ বোঝাই। প্রতীকী ছবি।

Follow Us

আলিপুরদুয়ার: বাংলায় ‘পুষ্পারাজ’ চলছেই। ফের উত্তরবঙ্গে কাঠ পাচারের অভিযোগ উঠল। পাটের আড়ালে কাঠ পাচারের অভিযোগ উঠেছে। বাংলা-অসম সীমানায় বিপুল পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, সেই কাঠের দাম প্রায় ৩০ লক্ষ টাকা। আলিপুরদুয়ার জেলা পুলিশ এই কাঠ উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বেলা ৩টে নাগাদ আলিপুরদুয়ার জেলা পুলিশ অভিযান চালায়। অসম-বাংলা সীমানার পাকড়িগুড়িতে নাকা তল্লাশি পয়েন্টে এই সেগুন কাঠ উদ্ধার হয়। গুয়াহাটি থেকে কলকাতা পাচারের পথে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ এই অভিযান চালায়।

ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি ১৬ চাকার ট্রাক গুয়াহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে অভিযোগ। গাড়িটি থামাতেই দেখা যায় পাট বোঝাই সেখানে। সন্দেহ হয় পুলিশের। এরপরই পাট সরিয়ে দেখা যায় লোকানো রয়েছে কাঠ। অবৈধভাবে ওই কাঠ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তির নাম রামেশ্বর হাজম।

উত্তরবঙ্গের একাধিক জায়গা চোরাচালানকারীদের গড়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রমরমা এই পাচারচক্রের। ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় সক্রিয় এই অসাধু চক্র। ঘন জঙ্গলে দামি গাছ কেটে তা পাচার করা হচ্ছে। ভুটান, অসম থেকে নদী পথে ভেসে আসছে শাল, সেগুন-সহ বহুমূল্যের কাঠ। নৌকার মতো কাঠ একসঙ্গে বেঁধে ভাসিয়ে দেওয়া হচ্ছে জলে। পাচারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ করে সেই কাঠ এদিক ওদিক করছে।

বনদফতরের পরিসংখ্যান বলছে, জলপাইগুড়ি ডিভিশনে ১৪টি রেঞ্জ অফিস ও ৩৩টি বিট অফিস রয়েছে। কিন্তু পর্যাপ্ত বিট অফিসার নেই এখানে। ফরেস্ট গার্ডের ৬২টি পদে লোক নেই। গরুমারা ডিভিশনের অবস্থাও তথৈবচ। সেখানে ১৩টি রেঞ্জ অফিস ও ২২টি বিট অফিস রয়েছে। ১৮ বিট অফিসারের পদ শূন্য। ফরেস্ট গার্ডের ৬১টি পদ ফাঁকা। এতগুলি পদে কর্মী নিয়োগ না হওয়ায় চোরাচালানকারীদের মোকাবিলা করা সবসময় সম্ভব নয় বলে বনদফতরের একাংশের মত। তাদের বক্তব্য, কাঠ পাচারের খবর কানে গেলেও তাদের ডেরায় পৌঁছতে পৌঁছতেই সাফ হয়ে যাচ্ছে চোরাপাচারের সব চিহ্ন।

আরও পড়ুন: Extra Marital Affairs: কুয়োর জল লাল, বোঁটকা গন্ধ, ভাসছে বস্তা… যুবতীর পরকিয়াই কি স্বামীর কাল হল

আরও পড়ুন: Bengal BJP : সম্মতি ছাড়াই কীভাবে রাজ্য কমিটিতে? সুকান্তদের অস্বস্তি বাড়িয়ে চিঠি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: TMC Leader: পিস্তল উঁচিয়ে টলমল পায়ে স্থানীয়দের ‘হুমকি’ তৃণমূল নেতার, পুলিশ আসতেই ঠাঁই হল শ্রীঘরে

Next Article