Balurghat: বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ছন্দা, পরে হল মর্মান্তিক পরিণতি
Balurghat: হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, "হাসপাতালে নিয়ে আসার পর থেকেই তাকে সব রকম চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অবস্থা খারাপের কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।"
বালুরঘাট: পুজোর সময় দেখা দিয়েছিল জ্বর ও ডেঙ্গির প্রকোপ। এবার সেই পঞ্চায়েত এলাকায় কয়েকদিনের জ্বরে মৃত্যু হল এক নার্সের। মৃতের নাম ছন্দা বর্মণ (২৬)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুরে। রবিবার বিকেলে বালুরঘাট জেলা হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নার্সের। মৃত্যুর খবর জানতে পেরেই পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে তাদের মেয়ের সঠিক চিকিৎসা হয়নি হাসপাতালে। পরিবারের এও দাবি, মেয়ের কী হয়েছে? কখন মারা গিয়েছে কিছুই জানানো হয়নি পরিবারকে।
জানা গিয়েছে, ওই নার্স বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর প্লেটরেট খুব কম ছিল। কম ছিল রক্ত। শনিবার জ্বর নিয়ে বালুরঘাটে ভর্তি করা হয় তাঁকে। এরপর সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূ্ত্রে খবর, ওই নার্সের প্লেটরেট ৪০ হাজারে নেমে এসেছিল। রক্ত কম থাকায় গতকাল এক ইউনিট রক্ত দেওয়া হয়েছিল। পরিবার সূত্রে খবর, অসুস্থ হওয়া সত্ত্বেও ছন্দা বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ডিউটি করছিলেন। সম্প্রতি, প্রাইভেট চেম্বারে ডাক্তারও দেখিয়েছিলেন তিনি। সেখানে রক্তের পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে শারীরিক দুর্বলতা। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
এদিকে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির প্রকোপ আগে ছিল। সেই জায়গা থেকে অনেকে সন্দেহ করছেন ডেঙ্গি আক্রান্ত হয়ে কি নার্সের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, “হাসপাতালে নিয়ে আসার পর থেকেই তাকে সব রকম চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অবস্থা খারাপের কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।”