Bankura Election 2024 Result: বাঁকুড়া গেল অরূপের দখলে, পদ্ম ফুটল না সুভাষ সরোবরে

Jun 06, 2024 | 5:18 PM

West Bengal Bankura Election Result 2024:২০১৪ সালে ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তৃতীয় স্থানে ছিল বিজেপি। পাঁচ বছর পর অর্থাৎ উনিশের নির্বাচনে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। আর সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারান বিজেপির সুভাষ সরকার। এবারও বিজেপির প্রার্থী সুভাষ সরকার। তৃণমূলের টিকিটে লড়েন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। সিপিএমের প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। দুই ফুলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিতলেন অরূপ চক্রবর্তী। তাঁর জয়ের ব্যবধান ৩২ হাজার ৭৭৮।

Bankura Election 2024 Result: বাঁকুড়া গেল অরূপের দখলে, পদ্ম ফুটল না সুভাষ সরোবরে
দেখে নিন কে কত ভোট পেলেন

Follow Us

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

বাঁকুড়া: একসময় ছিল সিপিএমের গড়। টানা ৯ বার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন বাসুদেব আচারিয়া। ২০১৪ সালে এখানে প্রথম ফোটে ঘাসফুল। পাঁচ বছর পর ফুলবদল। উনিশের লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রে জেতেন বিজেপির সুভাষ সরকার। একুশের নির্বাচনে এই লোকসভার ৭টি বিধানসভা আসনের মধ্যে ৪টি পায় বিজেপি। ৩টি আসনে জেতে তৃণমূল। এবার পদ্ম ফুটল না বাঁকুড়ায়। ঘাসফুল ফোটালেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। দেখে নিন কে কত ভোট পেলেন।

বাঁকুড়া:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল অরূপ চক্রবর্তী ৬৪১৮১৩ জয়ী ৪৪.৩৩
বিজেপি সুভাষ সরকার ৬০৯০৩৫ পরাজিত ৪২.০৭
সিপিএম নীলাঞ্জন দাশগুপ্ত ১০৫৩৫৯ পরাজিত ৭.২৮

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ রঘুনাথপুর ১১,৫৬৬ ১,০৯,৮৩২ ৬৭,১৯৯
২০২১ রঘুনাথপুর ১৪,৭৩৮ ৯৫,৭৭০ ৯০,৩৩২
২০১৯ শালতোড়া ১৩,৬৪৮ ৮৯,০৭৩ ৭৪,০১৭
২০২১ শালতোড়া ১৪,০৮৪ ৯১,৬৪৮ ৮৭,৫০৩
২০১৯ ছাতনা ১১,১৩২ ৯৫,৬৬১ ৬৪,৪৭৯
২০২১ ছাতনা ৯,৭০০ (RSP) ৯০,২৩৩ ৮৩,০৬৯
২০১৯ রানিবাঁধ ১৬,৫৩৮ ৯৩,৯৫৬ ৭৮,১৪২
২০২১ রানিবাঁধ ২০,০৫৭ ৮৬,৯৮৯ ৯০,৯২৮
২০১৯ রাইপুর ১১,৪১৮ ৮৩,৭৭৪ ৮০,৪২৩
২০২১ রাইপুর প্রার্থী দেয়নি ৮১,৬৪৫ ১,০১,০৪৩
২০১৯ তালডাংরা ২০,৫৬৯ ৮৭,৮২৬ ৭০,৫৫৮
২০২১ তালডাংরা ২৩,১৮৯ ৭৯,৬৪৯ ৯২,০২৬
২০১৯ বাঁকুড়া ১৫,১৪৩ ১,১২,০৮০ ৬৫,৩০৪
২০২১ বাঁকুড়া ১৩,৭৬৪ (কংগ্রেস) ৯৫,৪৬৬ ৯৩,৯৯৮

 

Next Article