পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
দার্জিলিং || জলপাইগুড়ি || আলিপুরদুয়ার || কোচবিহার || রায়গঞ্জ || বালুরঘাট || মালদা উত্তর || মালদা দক্ষিণ || জঙ্গিপুর || মুর্শিদাবাদ || বহরমপুর || কৃষ্ণনগর || রানাঘাট || বর্ধমান পূর্ব || বর্ধমান-দুর্গাপুর || আসানসোল || বোলপুর || বীরভূম || বাঁকুড়া || বিষ্ণপুর || ঝাড়গ্রাম || মেদিনীপুর || ঘাটাল || পুরুলিয়া || তমলুক || কাঁথি || আরামবাগ || হুগলি || শ্রীরামপুর || উলুবেড়িয়া || হাওড়া || বনগাঁ || জয়নগর || মথুরাপুর || বসিরহাট || ব্যারাকপুর || দমদম || বারাসত || ডায়মন্ড হারবার || কলকাতা উত্তর || কলকাতা দক্ষিণ|| যাদবপুর |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
বিষ্ণুপুর: একটানা ৪০ বছরের বেশি এই কেন্দ্র ছিল সিপিএমের দখলে। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবার বিষ্ণুপুর কেন্দ্রে ফোটে ঘাসফুল। পাঁচ বছর পর ফুল বদল হয়। তবে ২ বারই জয়ী হন একই প্রার্থী। একুশের নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে ৫টিতে জয়ী হয় বিজেপি। ২টি আসন পায় তৃণমূল। দুই ফুলের লড়াইয়ে অনেকটাই পিছনে ছিল বামেরা। চব্বিশের নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিতলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দেখে নিন কে কত ভোট পেলেন।
বিষ্ণুপুর:
দল | প্রার্থী | রাউন্ড | প্রাপ্ত ভোট | এগিয়ে/পিছিয়ে | ভোট শতাংশ |
তৃণমূল | সুজাতা মণ্ডল | ৬৭৪৫৬৩ | পরাজিত | ৪৪.৫৬ | |
বিজেপি | সৌমিত্র খাঁ | ৬৮০১৩০ | জয়ী | ৪৪.৯৩ | |
সিপিএম | শীতলচন্দ্র কৈবর্ত্য | ১০৫৪১১ | পরাজিত | ৬.৯৬ |
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | সিপিএম | বিজেপি | তৃণমূল |
২০১৯ | বড়জোড়া | ২৩,১৭১ | ৯১,৭৩৬ | ৮০,১১৬ |
২০২১ | বড়জোড়া | ২৫,২৩৫ | ৯০,০২১ | ৯৩,২৯০ |
২০১৯ | ওন্দা | ৮,৮৬৬ | ১,০৬,৭৮৮ | ৮০,৪১৫ |
২০২১ | ওন্দা | ১৫,৬১৩ (AIFB) | ১,০৪,৯৪০ | ৯৩,৩৮৯ |
২০১৯ | বিষ্ণুপুর | ১৩,৭৫৩ | ৮৯,৮০৬ | ৬৬,৯৮৮ |
২০২১ | বিষ্ণুপুর | ১৫,৮১৪ (কংগ্রেস) | ৮৯,৬৮৯ | ৭৮,২৬৯ |
২০১৯ | কোতুলপুর | ১৪,০৮১ | ৯৭,৯০৭ | ৮৮,৮০৮ |
২০২১ | কোতুলপুর | ১৭,৭৫৭ (কংগ্রেস) | ১,০৬,০২২ | ৯৪,২৩৭ |
২০১৯ | ইন্দাস | ১২,১০৬ | ৯৮,১৮৪ | ৮৪,৫৯১ |
২০২১ | ইন্দাস | ১২,৬১৯ | ১,০৪,৯৩৬ | ৯৭,৭১৬ |
২০১৯ | সোনামুখী | ১১,০৭০ | ৯৮,৯৮৩ | ৭৫,১৪৮ |
২০২১ | সোনামুখী | ১৫,৭২৫ | ৯৮,১৬১ | ৮৭,২৭৩ |
২০১৯ | খণ্ডঘোষ | ১৯,৪৫১ | ৭১,৫০০ | ১,০২,৪৯৪ |
২০২১ | খণ্ডঘোষ | ২২,৯২৩ | ৮৩,৩৭৮ | ১,০৪,২৬৪ |