BJP in Protest: বিধায়কের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির, পুলিশি বাধায় রণক্ষেত্র সোনামুখী
BJP: গত ২৬ জানুয়ারি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মহেশপুর গ্রামে আক্রান্ত হন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, তাঁকে হেনস্থা করার পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে একদল দুস্কৃতী। এ ঘটনায় তৃণমূল যোগের অভিযোগ তুলে সরব হয় বিজেপি।

সোনামুখী: বিজেপির আন্দোলনে দফায় দফায় তপ্ত হচ্ছে বাঁকুড়া। একদিন আগেই বিক্ষোভের মধ্যে থেকেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। এবার বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সোনামুখীতে। এদিন বিজেপি কর্মীরা সোনামুখী শহরে মিছিল করে থানা চত্বরে গিয়ে জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। এই ঘটনায় থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
গত ২৬ জানুয়ারি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মহেশপুর গ্রামে আক্রান্ত হন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, তাঁকে হেনস্থা করার পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে একদল দুস্কৃতী। এ ঘটনায় তৃণমূল যোগের অভিযোগ তুলে সরব হয় বিজেপি। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দাবি করে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক। এবার এখানেই পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলছে বিজেপি।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায় বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন বাঁকুড়ার সোনামুখী থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। সোনামুখীতে বিজেপির দলীয় কার্যালয়ে জমায়েত করে এদিন মিছিল করে সোনামুখী থানায় যায় বিজেপি কর্মীরা। থানার গেটের মুখে ব্যরিকেড করে মিছিলের পথ আটকায় সেখানে থাকা পুলিশ কর্মীরা। কিন্তু বিজেপি কর্মীরাও নাছোড়। জোর করে থানায় ঢোকার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ব্যাপক ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ রীতিমতো তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষে পুলিশের চেষ্টাতেই ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
