Bankura News: স্বনির্ভর গোষ্ঠীর অজান্তেই ৬৮ লক্ষ টাকার তছরুপ, অভিযুক্ত ম্যানেজার
Bankura News: বিষয়টি সামনে আসতেই গ্রামীণ ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজারের বিরুদ্ধে রানিবাঁধ থানায় অভিযোগ দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ঘটনায় শুধু স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তাই নয়, ওই ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের মধ্যেও চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক কচকচানি।
বাঁকুড়া: স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হচ্ছে টাকা। চাঞ্চল্য়কর এহেন অভিযোগ উঠল বাঁকুড়ায়। কাঠগড়ায় ব্যাঙ্ক ম্যানেজার। তৃণমূলের মদতে এই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ঘটনাটি বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের হলুদকানালি এলাকায় থাকা গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখার।
সম্প্রতি ব্যাঙ্কের আভ্যন্তরিন অডিট থেকে জানা গিয়েছে, ২০২৩ এর জুন থেকে ডিসেম্বরের মধ্যে সরিয়ে ফেলা হয়েছে মোট ৬৮ লক্ষ টাকা। যদিও, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা কার্যত খন্ডন করে দিয়েছে তারা। বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের হলুদকানালি এলাকায় থাকা গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখায় এলাকার শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্ট রয়েছে। বেশ কিছু অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন হয়। তবে বেশ কিছু অ্যাকাউন্টে দীর্ঘদিন লেনদেন হয়নি। মূলত লেনদেন না হওয়া স্বনির্ভর গোষ্ঠীর সেই অ্যাকাউন্টগুলি থেকেই লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, ২০২৩ সালের জুন মাস থেকে ডিসেম্বরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অজান্তে শুধু ওই অ্যাকাউন্টগুলিতে জমা আমানত সরিয়ে ফেলা হয়েছে তাই নয়, এমনকী তাদের নামে ভুয়ো ঋণ নিয়ে সেই টাকাও সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠছে।
বিষয়টি সামনে আসতেই গ্রামীণ ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজারের বিরুদ্ধে রানিবাঁধ থানায় অভিযোগ দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ঘটনায় শুধু স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তাই নয়, ওই ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের মধ্যেও চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক কচকচানি।
বিজেপির দাবি স্বনির্ভর গোষ্ঠীগুলি পরিচালনার ক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রশাসন যুক্ত থাকে। স্বাভাবিক ভাবেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূলও। অবিলম্বে স্বনির্ভর গোষ্ঠীগুলির খোয়া যাওয়া টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। যদিও, এই দুর্নীতির সঙ্গে তৃণমূল নিজেদের যোগ অস্বীকার করেছে। শাসকদলের দাবি দুর্নীতি যদি হয়েই থাকে তার একমাত্র দায় ব্যাঙ্ক আধিকারিকদের।