Bankura Medical College: মেডিক্যাল কলেজের মহিলা হস্টেলের বাথরুমে অভব্য অঙ্গভঙ্গী, আরজি কর কাণ্ডের আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ

Bankura Medical College: কয়েকদিন আগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঁচিল টপকে এক যুবক ঢুকে পড়ে ওই কলেজের লেডিজ হস্টেলে। সেই সময় অভিযুক্ত যুবক ধরা না পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ওই হস্টেলের নিরাপত্তা ঢেলে সাজানোর আশ্বাস দেয়।

Bankura Medical College: মেডিক্যাল কলেজের মহিলা হস্টেলের বাথরুমে অভব্য অঙ্গভঙ্গী, আরজি কর কাণ্ডের আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ
বাঁকুড়া মেডিক্যাল কলেজ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2024 | 11:00 AM

বাঁকুড়া: আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জারি এখনও। দুর্গা পুজোর মধ্যেও আন্দোলন চলছে রাজ্য জুড়ে। তারই মধ্যে ভয়ঙ্কর অভিযোগ উঠল বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে। লেডিজ হস্টেলের শৌচালয়ে ঢুকে হস্তমৈথুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। হাতেনাতে ধরা হয় ওই যুবককে। রীতিমতো আতঙ্কিত আবাসিকরা। হস্টলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

অভিযোগ, নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে লেডিজ হস্টেলে ঢুকে পড়ে ওই যুবক। ঢুকে পড়াই নয়। সোজা হস্টেলের দোতলায় উঠে শৌচালয়ে গা ঢাকা দিল কীভাবে, তা নিয়েই প্রশ্ন উঠেছে। ঘটনা চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। খবর পেতেই হস্টেলে হানা দিয়ে যুবককে আটক করেছে পুলিশ। খবর পাওয়ার পরই হস্টেলে গেলে আবাসিকদের ক্ষোভের মুখে পড়তে হয় মেডিক্যাল কলেজের অধ্যক্ষকেও।

কয়েকদিন আগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঁচিল টপকে এক যুবক ঢুকে পড়ে ওই কলেজের লেডিজ হস্টেলে। সেই সময় অভিযুক্ত যুবক ধরা না পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ওই হস্টেলের নিরাপত্তা ঢেলে সাজানোর আশ্বাস দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা।

সন্ধ্যা ৭টা নাগাদ এক যুবক প্রথমে নিজেকে আবাসিক পড়ুয়ার অভিভাবক হিসেবে দাবি করে একাধিকবার হস্টেলে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। হস্টেলের গেটে থাকা নিরাপত্তারক্ষী যুবককে প্রবেশে বাধা দেয়। পরে ওই নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হস্টেলের মেন গেট দিয়ে সটান যুবক হাজির হয় হস্টেলের ওল্ড বিল্ডিং-এর দোতলার একটি শৌচালয়ে। পরে এক আবাসিক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে গেলে ওই যুবককে শৌচালয়ে লুকিয়ে হস্তমৈথুন করতে দেখেন বলে অভিযোগ। আতঙ্কে ওই আবাসিক পড়ুয়া ছুটে শৌচালয় থেকে বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করলে অন্যান্য আবাসিকরা শৌচালয়ের সামনে ছুটে যান।

এরপরই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই যুবক শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ হস্টেলের ওই শৌচালয় থেকে অভিযুক্তকে আটক করে।