TMC vs BJP: হাতে আর সপ্তাহ দুই, উপভোটের আগে বিজেপির প্রার্থীকে জালি তৃণমূল বলে কটাক্ষ TMC সাংসদের, পাল্টা আক্রমণ পদ্ম শিবিরের

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Oct 27, 2024 | 11:01 AM

TMC vs BJP: রাজ্যের আর পাঁচটা বিধানসভার পাশাপাশি আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপ নির্বাচন। মনোনয়ন পর্ব মিটতেই সব দল নেমে পড়েছে প্রচারে। প্রচারে বেরিয়ে এই উপ নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে আক্রমণ প্রতি আক্রমণের খেলা।

TMC vs BJP: হাতে আর সপ্তাহ দুই, উপভোটের আগে বিজেপির প্রার্থীকে জালি তৃণমূল বলে কটাক্ষ TMC সাংসদের, পাল্টা আক্রমণ পদ্ম শিবিরের
রাজনৈতিক মহলে চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়়া: বিধানসভা উপনির্বাচনের আগে হাতে আর মাত্র সপ্তাহ দুই সময়। তার আগে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে প্রধান প্রতিপক্ষ তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ক্রমশ। এবার খোদ বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে জালি তৃণমূল বলে কটাক্ষ করে প্রকাশ্যে আক্রমণ শানালেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পাল্টা তৃণমূল দলকেই জালি বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী। 

রাজ্যের আর পাঁচটা বিধানসভার পাশাপাশি আগামী ১৩ নভেম্বর বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপ নির্বাচন। মনোনয়ন পর্ব মিটতেই সব দল নেমে পড়েছে প্রচারে। প্রচারে বেরিয়ে এই উপ নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে আক্রমণ প্রতি আক্রমণের খেলা। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এরই মাঝে গতকাল সন্ধ্যায় তালডাংরা বিধানসভার তৃনমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর সমর্থনে ব্রজরাজপুরে কর্মী বৈঠকে যোগ দিয়ে সরাসরি বিজেপি প্রার্থীকেই নিশানা করলেন বাঁকুড়ার তৃনমূল সাংসদ অরূপ চক্রবর্তী। 

অরূপ চক্রবর্তী বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে জালি তৃণমূল বলে কটাক্ষ করতেই তা নিয়ে শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। তাঁর দাবি, বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর রাজনৈতিক জন্ম হয়েছিল তৃণমূলে। তৃণমূলের প্রতীকে তিনি কাউন্সিলরও হয়েছিলেন। এখনও তাঁর গায়ে তৃণমূলের গন্ধ লেগে রয়েছে। তাই মানুষকে আবেদন জানানো হয়েছে নকল তৃণমূল প্রার্থীকে ভোট না দিয়ে আসল তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার। সাংসদ অরুপ চক্রবর্তীর এই আক্রমণের পাল্টা তৃণমূল দলকেই বিঁধেছেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। তাঁর দাবি, তৃণমূলের গন্ধ নয় তিনি নির্দল কাউন্সিলর থাকায় তাঁর গায়ে নির্দলের গন্ধ লেগে থাকতে পারে। তবে একইসঙ্গে তাঁর কটাক্ষ, “সাংসদ ঠিকই বলেছেন। তৃনমূল দলটাই আসলে জালি।”  

Next Article