Birbhum Accident: রাস্তা থেকে খেতের মাঝে ছিটকে যায় আস্ত গাড়ি! জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ২

Accident: তারাপীঠের দিকে যাচ্ছিল গাড়িটি। ভোরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সেই গাড়ি।

Birbhum Accident: রাস্তা থেকে খেতের মাঝে ছিটকে যায় আস্ত গাড়ি! জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ২
ছিটকে পড়া সেই গাড়ি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 12:03 PM

সিউড়ি: ভোরে ভয়াবহ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে দুজনের। ঘটনায় আহত আরও তিন জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) কাছে ঘটনাটি ঘটে। গাড়িটি তারাপীঠের (Tarapith) দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির। আর তার জেরেই রাস্তা থেকে সোজা মাঝে ছিটকে গিয়ে পড়ে গাড়িটি।

বীরভূমের সিউড়ি শহরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কেই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন ব্যক্তির।  আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের মধ্যে রয়েছে এক শিশু ও এক মহিলা। তাঁদের প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ও বাকি দুজনের অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুবরাজপুরের দিক থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সম্ভবত তারাপীঠের দিকেই যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে রামপুরহাটের দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল একটি বড় গাড়ি। তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। এই কারণেই পথদুর্ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে বীরভূমের সিউড়ি থানার পুলিশ। ক্রেনের মাধ্যমে চারচাকা গাড়িটিকে রাস্তায় তোলার কাজ চলছে।

আরও পড়ুন: Gariahat Murder: বাইরে থেকে বন্ধ দরজা, একতলায় বাড়ির মালিক, দোতলায় গাড়ি চালকের লাশ! গড়িয়াহাটে জোড়া ‘খুন’

স্থানীয় এক বাসিন্দা সাদ্দাম জানান, তাঁরা সকালে এসে দেখেন গাড়িটি মাঠের মাঝখানে পড়ে রয়েছে। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তাঁরা ছুটে গিয়ে দেখেন, গাড়ি মধ্যেই দুজন মৃত অবস্থায় পড়ে রয়েছে। বাকি তিনজন বেঁচে আছে দেখে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরাই। এখনও মৃতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: BJP Leader Murder: ইটাহারে বিজেপি নেতা খুনে গ্রেফতার ১, কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ

আরও পড়ুন: Kerala Flood: আস্ত বাড়িটাকে যেন গিলে ফেলল নদী, বৃষ্টির দাপটে তছনছ ‘ভগবানের আপন দেশ’