বীরভূম: অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরও তাঁর চেয়ার ফাঁকাই ছিল। বীরভূম নিয়ে বারবার বৈঠক হলেও কখনও বীরভূমের জেলা সভাপতি হিসেবে কারও নাম ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়ে দিয়েছিলেন কোর কমিটি। সেই কোর কমিটির হাতেই ছিল বীরভূমের রাজনীতির ভার। তাঁরাই ২০২৪-এর নির্বাচনের দায়িত্বে ছিলেন। এবার ফিরেছেন সেই অনুব্রত মণ্ডল। এরই মধ্যে দেওয়াল থেকে সরিয়ে ফেলা হল কোর কমিটির সদস্যদের ছবি।
কোর কমিটিতে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ঢুকতেই দেওয়ালে লাগানো সাদা বোর্ডের ওপর সাঁটানো ছিল একটি ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেই ছবিতে ছিল কোর কমিটির সদস্যদের মুখ। বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা ও সুদীপ্ত ঘোষের ছবি ছিল সেখানে।
মঙ্গলবারই দেখা গিয়েছে, কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায়চৌধুরী এবং চন্দ্রনাথ সিনহাকে অনুব্রতর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। দেখা করেননি অনুব্রত। এরপরই কার্যালয় থেকে এই ছবি সরে যাওয়ায় নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।
তৃণমূলের এক কর্মীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পার্টি অফিস থেকে এই কাজ করতে বলা হয়েছে। কোর কমিটির সদস্যদের ছবিগুলো সরিয়ে দিয়ে, আমরা নতুন ছবি লাগাচ্ছি। কী কারণে জানি না। পার্টি অফিসের নির্দেশ রয়েছে।”
অন্যদিকে, কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলছেন, এই ছবি সরানো ঠিক হয়নি। তিনি বলেন, “কোর কমিটির সদস্য সংখ্যা ছয়। কিন্তু ওই ছবিতে পাঁচজন ছিল। তবে ছবিটা সরানো উচিত হয়নি। যেই করে থাকুক না কেন, ছবিটা রাখা উচিত ছিল।” তবে কি বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? এই প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন, “কোর কমিটি থাকবে না যাবে, রাজ্য নেতৃত্বের তরফ থেকে সেই উত্তর আসবে। এখনও কোনও নির্দেশ আসেনি।”