Margram Bomb: দশমীর সন্ধ্যায় যুবকের মুখে ছোড়া হল বোমা! চাঞ্চল্য মাড়গ্রামে
Bomb in Margram: পরিবারের দাবি, ওই বাজিটি ছিল বিপজ্জনক ‘ব্ল্যাক ক্যাট’ বা চকোলেট বোম। যদিও পুলিশের দাবি সেটি সম্ভবত ‘কালি পটকা’। ঘটনায় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিসর্জন মিছিল বন্ধ করে দেন তাঁরা। পুলিশ হাজির হয়ে কোনও ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বীরভূম: যুবকের মুখের উপর বোমা ফাটানোর অভিযোগ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। অভিযোগ উঠেছে এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে। আহত যুবকের নাম হেমন্ত বাগদি। স্ত্রীকে নিয়ে দশমীর দিন তিনি ঠাকুর বিসর্জন দেখতে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। আর সেই সময়ই ওই ঘটমা ঘটে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত ভিলেজ পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
মাড়গ্রাম থানার চাঁদপাড়া গ্রামের ঘটনা। এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে ২৪ বছরের যুবক হেমন্ত বাগদির মুখে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টার সময় স্ত্রীকে নিয়ে ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় হেমন্তকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, ওই বাজিটি ছিল বিপজ্জনক ‘ব্ল্যাক ক্যাট’ বা চকোলেট বোম। যদিও পুলিশের দাবি সেটি সম্ভবত ‘কালি পটকা’। ঘটনায় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিসর্জন মিছিল বন্ধ করে দেন তাঁরা। পুলিশ হাজির হয়ে কোনও ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ওই যুবককে। তাঁর মুখে আঘাত লেগেছে।
যুবকের স্ত্রী বলেন, ‘দশমীর দিন এই ঘটনা ঘটেছে। কী কারণে এমনটা করা হল জানি না।’ রামপুহাট মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্তের দাদার দাবি, তাঁর ভাই বোমা ছোড়েননি, তিনি বোমা এক জায়গা থেকে আর এক জায়গায় সরাচ্ছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে।
