Birbhum TMC: কেষ্টর জেলায় বিকাশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ, আনা হতে পারে অনাস্থাও

Birbhum TMC: বুধবার শেষ হচ্ছে তৃণমূলের বিজয়া সম্মিলনী আয়োজনের সময় সীমা। এবার কি ডাকা হবে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক ? সে দিকে তাকিয়ে জেলা পার্টি। বস্তুত, অগাস্ট মাসের পর থেকে ডাকা হয়নি কোর কমিটির বৈঠক।

Birbhum TMC: কেষ্টর জেলায় বিকাশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ, আনা হতে পারে অনাস্থাও
বিকাশ রায় চৌধুরীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 4:15 PM

বীরভূম: কেষ্টর জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর ভূমিকায় ক্ষোভ তুঙ্গে বীরভূম জেলা তৃণমূলে। বৈঠক না ডাকলে বিকাশের বিরুদ্ধে অনাস্থা জানাতে পারেন কোর কমিটির একাধিক সদস্য ।

বুধবার শেষ হচ্ছে তৃণমূলের বিজয়া সম্মিলনী আয়োজনের সময় সীমা। এবার কি ডাকা হবে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক ? সে দিকে তাকিয়ে জেলা পার্টি। বস্তুত, অগাস্ট মাসের পর থেকে ডাকা হয়নি কোর কমিটির বৈঠক। কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে। অনেকের মতেই বোলপুর পার্টি অফিস বনাম কোর কমিটির লড়াইয়ে স্যান্ডুইচ দশা বিকাশবাবুর ।

এর আগে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বোলপুর পার্টি অফিস থেকেই পরিচালিত হতো বীরভূমের তৃণমূল। কোর কমিটি গঠিত হওয়ার পর নেতৃত্বের বিকেন্দ্রীকরণ ঘটে। একেক সদস্য একেকটি করে এলাকা সামলাতে থাকেন । তাতে ফল ও ভাল হয় ।এবার অনুব্রত ফিরে আসার পর আবার সক্রিয় হচ্ছে বোলপুর অফিস। বোলপুর অফিসকে মান্যতা দেবেন নাকি কোর কমিটিকে। এই নিয়ে কি দ্বন্দ্বে পড়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ বাবু ? তা না হলে মুখ্যমন্ত্রী ফোন এ বৈঠক ডাকার নির্দেশ দেওয়ার পর ও কেন ডাকা হল না বৈঠক? যদিও, অনুব্রত মণ্ডল মঙ্গলবারই জানিয়েছেন, কালীপুজো-ভাইফোঁটা মিটলে তবেই বৈঠক ডাকা হবে।

এনিয়ে বিকাশ বাবু র কাছে কোর কমিটি সদস্যরা জানতে চাইলে বলেন, “বিজয়া সম্মিলনী মিটলে ডাকা হবে বৈঠক। আজ বুধবার বিজয়া সম্মিলনী আয়োজনের সময় সীমা শেষ। এবার কবে ডাকা হবে কোর কমিটির বৈঠক?”