Anubrata Mondal: আর্থিক অবস্থা ভাল নেই, পুজোয় আর গোটা গ্রামে খাওয়াতে পারবেন না অনুব্রত
Anubrata Mondal: গ্রেফতারির পর পুজোয় প্রতিবারের চেনা ছবিটা বদলে গিয়েছিল শেষ দু’বছরে। প্রতি পুজোতেই গোটা গ্রামের মানুষকে পাত পেড়ে খাওয়াতেন। কিন্তু, এবার আর সেই ছবি দেখা যাবে না। তাহলে পুজোর প্ল্যানটা ঠিক কিরকম?
বীরভূম: আর্থিক অবস্থা ভাল নেই অনুব্রত মণ্ডল। এবার পুজোয় আর গ্রামের লোকজনকে পাত পেড়ে খাওয়াতে পারবেন না। নানুরের হাটসেরান্দিতে গ্রামের বাড়িতে গিয়ে সে কথা জানালেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। একরাশ অভিমান তাঁর গলায়। রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখতে চান না। বললেন সে কথাও। একইসঙ্গে গ্রামে দুর্গাপুজোর প্রস্তুতি পুর্যবেক্ষণ করলেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও।
এদিন বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি তাঁর গ্রামের বাড়িতে যান। প্রথমেই মন্দিকে গিয়ে প্রণাম করেন। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পুজোয় অংশ নেবেন বলেও জানান। প্রসঙ্গত, গ্রেফতারির পর পুজোয় প্রতিবারের চেনা ছবিটা বদলে গিয়েছিল শেষ দু’বছরে। প্রতি পুজোতেই গোটা গ্রামের মানুষকে পাত পেড়ে খাওয়াতেন। কিন্তু, এবার আর সেই ছবি দেখা যাবে না। তাহলে পুজোর প্ল্যানটা ঠিক কিরকম?
অনুব্রত বলেন, “আমি আসব পুজোর দিন বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ। মায়ের পুজো দেব। তারপর চলে যাব। এবার আমার আর্থিক অবস্থা ঠিক নেই। তাই এবার খাওয়াতে পারব না। তবে আমি আর রক্তের সম্পর্ক আছে এমন কারও সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না।”