Bolpur Bank: বোলপুরের যে ব্যাঙ্কে আগুন লেগেছিল, এবার সেই শাখা থেকে কেষ্টর মামলা সংক্রান্ত নথি তলব CBI-এর

Bolpur Bank: গুরু পাচার মামলায় আপাতত কেন্দ্রীয় গোয়েন্দাদের কব্জায় অনুব্রত মণ্ডল। কিন্তু এই মামলার তদন্তে নেমে বেশ কয়েকটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা, তার বেশিরভাগই রয়েছে এই শাখায়।

Bolpur Bank: বোলপুরের যে ব্যাঙ্কে আগুন লেগেছিল, এবার সেই শাখা থেকে কেষ্টর মামলা সংক্রান্ত নথি তলব CBI-এর
বোলপুরের এই ব্যাঙ্কের শাখায় আগুন লেগছিল (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 12:02 PM

বীরভূম: দিন কয়েক আগে বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। বেশ কিছু নথিপত্র পুড়ে যায়। এই শাখায় আগুন লাগার আগে গরু পাচার মামলায় তদন্তের স্বার্থে অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার সেই ব্যাঙ্ক থেকে অনুব্রত মণ্ডল সংক্রান্ত নথি চেয়েছে সিবিআই। আজ সিবিআই ক্যাম্পে তলব করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের আধিকারিকদের।

সেপ্টেম্বরের ২৮ তারিখ বোলপুরের বেসরকারি ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, এই শাখাতেই দু’বার গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, গরু পাচার মামলায় যে সব অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছিল, তার বেশিরভাগই এই ব্যাঙ্কের শাখায়। সেখানে হঠাৎ করেই ভয়াবহ আগুন লাগার কারণ কী? তা নিয়েই তৈরি হয় জল্পনা। ভয়াবহ আগুনে প্রচুর নথিপত্র পুড়ে যায় বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায়, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। যদিও সেই কারণ নিয়েও ধোঁয়াশা রয়েই গিয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত ১১ অগস্ট বোলপুরের নীচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তার কিছু সময় পরেই তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে আটক করা হয় এবং পরে গ্রেফতার হন। তদন্তে নেমে সিবিআই অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ পায়। নামে বেনামে প্রচুর অ্যাকাউন্টে টাকার লেনদেন হয় বলে জানা গিয়েছে। সেই টাকার উৎস খুঁজতেই সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মীদের তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।