খয়রাশোল : কয়েক দিন আগেই বোলপুরে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা সহ চারজনের বিরুদ্ধে। এবার বীরভূমেরই খয়রাশোলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে। বছর ষোলোর ওই কিশোরীকে তার বাবা বেশ কয়েকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। কিশোরীর অভিযোগ, মাকে সব জানালেও কোনও ব্যবস্থা নেননি। তাই, কিশোরীকে নিজেই কাঁকরতলা থানার দ্বারস্থ হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নদিয়ার হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় রাজ্যে শোরগোল পড়েছে। এমনকী, ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে বোলপুরে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বাবা সহ চারজনের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার শান্তিনিকেতনে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। চড়কের মেলা দেখে এক নাবালকের সঙ্গে ফেরার সময় ওই নাবালিকাকে তুলে নিয়ে যায় পাঁচজন। তার সঙ্গী নাবালককে মারধর করে।
সেই বীরভূমেরই খয়রাশোলে এবার কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। কিশোরীর বাড়ি খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানা এলাকায়। কিশোরীর অভিযোগ, তার বাবা তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেন। বিষয়টি সে তার মাকে জানায়। কিন্তু, তার মা কোনও ব্যবস্থা নেননি। তখন সে নিজের কাঁকরতলা থানায় হাজির হয়। অভিযুক্তকে গ্রেফতার করে আজ দুবরাজপুর আদালতে তোলে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত। খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ খুনে তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ।
আরও পড়ুন : woman physically assaulted by nephew : কাকিমাকে ধর্ষণ, মুখ বন্ধ রাখতে টাকার প্রলোভন, তারপর যা হল…