Kajal Seikh: ‘মঞ্চে কে থাকল, কে থাকল না সেটা ম্যাটার নয়’, কাকে ‘খোঁচা’ দিলেন কাজল?
Nanur: তবে কোর কমিটির সদস্যদের একাধিক বিজয়া সম্মেলনীতে দেখা না যাওয়ার বিষয়ে নিয়ে প্রশ্ন ধেয়ে এলেও তাতে বিশেষ পাত্তা দিতে নারাজ কাজল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অকপটেই বললেন, “কে মঞ্চে থাকল, কে থাকল না সেটা ম্যাটার নয়।” তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

নানুর: ভোটের দামামা যে বেজে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। দিন যত এগোচ্ছে ততই রাজনীতির আঙিনায় চড়ছে নির্বাচনী পারদ। সঙ্গে বাড়তি উত্তেজনা এসআইআর নিয়েও। তপ্ত হচ্ছে বীরভূমের মাটিও। কোন্দল ভুল বারবার দল থেকে এসেছে একসঙ্গে চলার বার্তা। বারবার বদলেছে সংগঠনের সমীকরণ। এবার সেই বীরভূমের নানুর থেকে শোনা গেল কাজল শেখের হুঙ্কার।
গোটা রাজ্যেই ব্লকে ব্লকে দলের নির্দেশে চলছে বিজয়া সম্মেলনী। বৃহস্পতিবার নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেও আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল, ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। ছিলেন জেলার অন্য নেতা-কর্মীরাও। সেখানেই কাজলের সাফ কথা, “১ লক্ষ ১৮ হাজারের বেশি ভোটে লিড হবে নানুর থেকে”।
তবে কোর কমিটির সদস্যদের একাধিক বিজয়া সম্মেলনীতে দেখা না যাওয়ার বিষয়ে নিয়ে প্রশ্ন ধেয়ে এলেও তাতে বিশেষ পাত্তা দিতে নারাজ কাজল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অকপটেই বললেন, “কে মঞ্চে থাকল, কে থাকল না সেটা ম্যাটার নয়। আমরা দলের সবাই নিজেদের দলের কর্মী হিসাবে মনে করি।” তাঁর এ মন্তব্যে অনেকেই সাম্প্রতিক কালে তাঁর সঙ্গে অনুব্রতর ‘সংঘাতের’ রেশই খুঁজে পাচ্ছেন। তাহলে কি তিনি ঘুরিয়ে অনুব্রতকেই কটাক্ষ করেছেন? জল্পনা চলছে জেলার রাজনৈতিক মহলে। যদিও ওই ব্যক্তের পরেও থেমে থাকেননি কাজল। কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “নানুর থেকে যিনি ভোটে দাঁড়াবেন তাঁকে ১ লক্ষ ১৮ হাজারের বেশি ভোটে জেতাব। গণনাকেন্দ্র এসে মিলিয়ে নেবেন সংখ্যাটা। বীরভূমের যত সিট আছে তার মধ্যে সর্বাধিক ভোটে লিড হবে নানুর থেকে।”
