Sayantan Basu: ‘গোয়া সফরে যাওয়া ৫০ শতাংশ তৃণমূল কর্মীই সমাজ বিরোধী, এদের খুঁজছে সিবিআই!’ বিস্ফোরক সায়ন্তন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 07, 2021 | 2:46 PM

Birbhum: আজ পেট্রলের উপর রাজ্য সরকারের ট্যাক্স না ছাড়ার প্রতিবাদে দুবরাজপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।

Sayantan Basu: গোয়া সফরে যাওয়া ৫০ শতাংশ তৃণমূল কর্মীই সমাজ বিরোধী, এদের খুঁজছে সিবিআই! বিস্ফোরক সায়ন্তন
সায়ন্তন বসু (নিজস্ব ছবি)

Follow Us

বীরভূম: ফের বিস্ফোরক বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu)। ফের একবার শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকেও কটাক্ষ করেন তিনি। বলেন, “গোয়ায় যাওয়া তৃণমূলের ১৫০-২০০ জনের নামের তালিকা গোয়ার সরকারকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি। তাদের প্রায় ৫০ শতাংশই সমাজ বিরোধী।”

আজ পেট্রলের উপর রাজ্য সরকারের ট্যাক্স না ছাড়ার প্রতিবাদে দুবরাজপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি নেতারা। এরপর সায়ন্তন বসুকে বলতে শোনা যায়, “গোয়ায় যে সকল কর্মী গিয়েছেন। তাদের মধ্য়ে বীরভূমের কয়েকজনও রয়েছেন। এদের মধ্যে কাউকে-কাউকে খুঁজছে সিবিআই।ছবি সহ তাদের নামের তালিকা পাঠানো হয়েছে গোয়া সরকারের কাছে। ”

প্রসঙ্গত, বঙ্গ শিয়রে নিম্নচাপের জেরে দুর্যোগের ঘনঘটা। তাই বাতিল কপ্টার সফর। ট্রেনে চড়েই জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মালদার পথে জনশতাব্দী এক্সপ্রেসে রওনা হয়েছেন মমতা (Mamata Banerjee)। পথে, বোলপুর স্টেশনে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে ‘স্নেহের কেষ্ট’-র সঙ্গে সাক্ষাত্‍ করলেন মুখ্যমন্ত্রী।

সোমবার, বোলপুর স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন অনুব্রত। ট্রেন এসে থামতেই নেত্রীর দিকে এগিয়ে যান কেষ্ট মণ্ডল। দু’-চারটি বাক্য কুশল বিনিময়ের পরেই জেলার হালহকিকত নিয়ে কথা বলেন তাঁরা। তবে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করেননি অনুব্রত। শুধু এটুকুই জানিয়েছেন, স্বল্প সাক্ষাতে জেলার সার্বিক উন্নয়ন নিয়েই কথা হয়েছে।

Next Article