Mamata Banerjee: তোদের কারও ক্ষমতা নেই আমার একটা চুলও স্পর্শ করার: মমতা

Mamata Banerjee: ভোট-বঙ্গে তেতে উঠছে রাজনীতির বাতাবরণ। চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। এসবের মধ্যেই সোমবার নির্বাচনী জনসভা থেকে মমতা বললেন, 'আজ বিজেপি বড় বড় কথা বলছে, বাংলার বদনাম করছে। বলছে, বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাও।'

Mamata Banerjee: তোদের কারও ক্ষমতা নেই আমার একটা চুলও স্পর্শ করার: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2024 | 4:20 PM

বোলপুর: লোকসভা ভোটের প্রচার সভা থেকে বিজেপিকে তুলোধনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এবারের লোকসভা ভোটে বাংলার উপর বিশেষ নজর দিয়েছে বিজেপি। টার্গেট নিয়েছে ২০১৯ সালের তুলনায় আরও বেশি আসন ছিনিয়ে নেওয়ার। ভোট-বঙ্গে তেতে উঠছে রাজনীতির বাতাবরণ। চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। এসবের মধ্যেই সোমবার নির্বাচনী জনসভা থেকে মমতা বললেন, ‘আজ বিজেপি বড় বড় কথা বলছে, বাংলার বদনাম করছে। বলছে, বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাও।’ এরপরই তৃণমূল নেত্রীর ক্ষিপ্র আক্রমণ, ‘মমতা বন্দ্য়োপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, বাংলায় থাকবে। তোদের কারও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চুলও স্পর্শ করার।’

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে আরও বেশি আসনে জিতে তৃতীয় মোদী সরকার গঠনের টার্গেট নিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ৪০০-র বেশি আসনে জয়ের টার্গেট নিয়েছে পদ্ম শিবির। সেই টার্গেট পূরণের জন্য বাংলা থেকে অন্তত ৩০-৩৫টি আসন জিততে চাইছে বিজেপি। বঙ্গ বিজেপির নেতারা দাবি করছেন, এ রাজ্য থেকে তারা ৩৫টি আসন পেলে,  বাংলাতেও সরকারও পাল্টে দিতে পারবে। এসবের মধ্যেই আজ বোলপুরের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রচার সভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো।

বোলপুরের সাইথিয়ায় সোমবারের জনসভা থেকে রেশন, একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন মমতা। তৃণমূল সুপ্রিমোর দাবি, ‘বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে ৩২ হাজার কোটি টাকা লাগে ৯ কোটি লোকের জন্য। সব টাকা আমরা দিয়েছি। কেন্দ্র ২ বছর ধরে একটা পয়সাও দেয়নি।’