রাতভর বোমাবাজিতে ফের উত্তপ্ত নানুর, স্কুলের সামনে উদ্ধার তাজা বোমা
ফের উত্তপ্ত (West Bengal Assembly Election 2021) নানুর (Nanur)। বিজেপি (Bengal BJP)-তৃণমূল (TMC) সংঘর্ষে বেপরোয়া বোমাবাজি।
বীরভূম: ফের উত্তপ্ত (West Bengal Assembly Election 2021) নানুর (Nanur)। বিজেপি (Bengal BJP)-তৃণমূল (TMC) সংঘর্ষে বেপরোয়া বোমাবাজি। উদ্ধার তাজা বোমাও।
মঙ্গলবার রাতে নানুর বিধানসভা এলাকার সিঙ্গি গ্রামে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের বক্তব্য, রাতভর এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ভোট আবহে বারবার উত্তপ্ত হয়ে উঠছে নানুর। নিত্য অশান্তির খবর মিলছে সেখান থেকে। তৃণমূল-বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত হয়ে ওঠে মাটি।
বোমাবাজি, আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে দুষ্কৃতীদের উন্মত্ত দাপাদাপি নিত্য ঘটনা। নানুরবাসী এমনিতেই আতঙ্কে কাটায় দিন। রাতবিরেতের বোমাবাজিতে ত্র্যস্ত গ্রামবাসীরা। মঙ্গলবার রাতে ফের বোমাবাজি হয় এলাকায়। একের পর এক বোমা পড়তে থাকে। বুধবার সকালে এলাকা থেকেই উদ্ধার হয় বোমার খোল।
আরও পড়ুন: ভিডিয়ো: মুখ ফস্কে সিপিএম-কে ‘স্বৈরাচারী’ বলে বসলেন অধীর, চরম অস্বস্তি জোটে
এদিকে, সিঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হয় তাজা বোমা। গ্রামাবাসীরা সকালে দেখতে পান, বিদ্যালয়ের সামনেই কয়েকটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। উল্লেখ্য, ওই বিদ্যালয়ের পাশেই পঞ্চায়েত দফতর। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।