AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur Physical Assault News: ‘সেদিন আটকায়নি কেন? কীভাবে বেরল ওরা?’, নির্যাতিতার খোঁজ নিতে গিয়ে বিক্ষোভে কংগ্রেস

Durgapur Congress Agitation: বেসরকারি মেডিক্যাল কলেজের সামনে জমায়েত করে কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা। কিন্তু সেই বিপুল জনস্রোত এগিয়ে আসতে দেখতেই হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। ৩-৪ জনের প্রতিনিধি দল নিয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয় কংগ্রেস তরফে। কিন্তু তারপরেও তাঁদের ঢুকতে বাঁধা দেয় নিরাপত্তারক্ষীরা, এমনটাই অভিযোগ।

Durgapur Physical Assault News: 'সেদিন আটকায়নি কেন? কীভাবে বেরল ওরা?', নির্যাতিতার খোঁজ নিতে গিয়ে বিক্ষোভে কংগ্রেস
বিক্ষোভে কংগ্রেসImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Oct 12, 2025 | 2:15 PM
Share

মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট

দুর্গাপুর: ঘটনার দিন কোথায় ছিল এত সক্রিয়তা, প্রশ্ন তুলে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে বিক্ষোভ কংগ্রেসের। যা ঘিরে তুলকালাম পরিস্থিতি। ভিন রাজ্য থেকে পড়াশোনা করতে এসে দুর্গাপুরে ‘গণধর্ষণের’ শিকার দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। যা ঘিরে চড়েছে রাজনীতি। আপাতত চিকিৎসাধীন নির্যাতিতা। ভর্তি রয়েছেন ওই মেডিক্যাল কলেজেরই হাসপাতালে। আর রবিবার সেখানেই অবস্থান বিক্ষোভে বসল কংগ্রেস নেতা-কর্মীরা।

রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন বলে ওই বেসরকারি মেডিক্যাল কলেজের সামনে জমায়েত করে কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা। কিন্তু সেই বিপুল জনস্রোত এগিয়ে আসতে দেখতেই হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। ৩-৪ জনের প্রতিনিধি দল নিয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয় কংগ্রেস তরফে। কিন্তু তারপরেও তাঁদের ঢুকতে বাঁধা দেয় নিরাপত্তারক্ষীরা, এমনটাই অভিযোগ।

এদিন এক কংগ্রেস নেত্রী বলেন, ‘রাত ৮টার সময় কী করে বেরল? নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? সেদিন তাঁকে ওরা আটকায়নি কেন? সেদিন আটকালে আজ এই ঘটনাটা দেখতে হত না। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। বলেছিলাম, ৩-৪ জন যাব। কিন্তু ওরা কথা বলতে চাইছে না। আমাদের ঢুকতে না দিলে গেট ভাঙব।’

বিক্ষোভের পারদ চড়তেই হাসপাতালের বন্ধ গেটের তালা ভেঙে দিতে দেখা যায় আন্দোলনকারীদের। লোহার গেট ধরে টানাহেঁচড়া শুরু করে তাঁরা। এক বিক্ষোভকারী বলেন, ‘নির্যাতিতার শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতেই হাসপাতালে এসেছিলাম আমরা। কিন্তু ওরা কোনও জবাব দিচ্ছে না। চারিদিক তালা বন্ধ করে দিয়েছে। এই হাসপাতালের চারধারে এত সিসিটিভি রয়েছে। অথচ, তরুণী যেদিন বেরিয়ে গেলেন, সেই মুহুর্তে তাঁকে কেউ দেখল না? সিসিটিভি-তে তো নিশ্চয়ই কিছু ধরা পড়েছে।’ কিন্তু কেন আটকানো হয়েছে বিক্ষোভকারীদের, সেই নিয়ে মুখে কুলুপ হাসপাতালের নিরাপত্তারক্ষীদের।