কোচবিহার: তৃণমূল বিধায়ক উদয়ন গুহের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়ের জামিন মিলতেই তাঁর বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূল বিধায়কের উপর হামলার মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন ওই বিজেপি নেতা। বুধবার দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের জামিন মিলেছে। এদিকে তিনি জামিন পেতেই তাঁর বাড়িতে হামলার অভিযোগ উঠল উদয়ন ঘনিষ্ঠদের বিরুদ্ধে। প্রকাশ্যে বোমা মারার সিসিটিভি ফুটেজ-ও দেখাল বিজেপি নেতার পরিবার।
অজয়বাবুর স্ত্রীয়ের অভিযোগ, এদিন দফায় দফায় তাঁদের বাড়িতে হামলা হয়েছে। স্বামীর জামিনের পর দুপুর দেড়টা নাগাদ ৩০ থেকে ৪০ জন লোক বাড়িতে হামলা চালায়। সিসি ক্যামেরা ভেঙে বাড়িতে ইট পাটকেল ছোঁড়ে বলে তাঁর অভিযোগ। এখানেই শেষ নয়। রাতে আটটা নাগাদ বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও দাবি করেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বুধবার দুপুরে একদল দুষ্কৃতী দিনহাটার বিজেপি কর্মী অজয় রায়ের বাড়ির সামনে গিয়ে প্রথমে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে এবং তাঁর বাড়ির লোকজনকে হুমকি দেয় বলে অভিযোগ। এর পরে ফের রাতের অন্ধকারে গিয়ে বাড়ির ভেতরে একটি তাজা বোমা ফেলে আগুন লাগাতে যায় তারা। ঠিক সেই সময় বাড়ির লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন বিজেপি নেয়া অজয় রায়ের স্ত্রী বিথীকা রায়।
এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধারও করে নিয়ে আসে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অপরদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, গত ৬ মে উদয়ন গুহর আক্রান্তের ঘটনায় প্রধান আসামী হিসাবে অভিযুক্ত ছিলেন বিজেপি নেতা অজয় রায়। দীর্ঘ বেশ কয়েক মাস পর তাঁর জামিন হয়। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কয়েকদিনের মাথায় দিনহাটা শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন জেলা তৃণমূল নেতৃত্ব। ওই হামলার ঘটনায় হাত ভেঙে যায় উদয়ন গুহ’র। গুরুতর জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষীও। পরবর্তীতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়।
এদিকে দিনহাটা শহরের বাসিন্দা, বিজেপি কর্মী অজয় রায় পরে অভিযোগ করেন তাঁর বাড়ির একটি অংশ দখল করে দলীয় দফতর বসিয়েছে তৃণমূল। এমনকী তাঁর জমি দখল করে বাজার বসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অজয়ের দাবি, কিছু দিনের মধ্যেই ওষুধের দোকান খোলার কথা ছিল তাঁর। সমস্ত পরিকাঠামো প্রস্তুত করেছিলেন। কিন্তু সেই দোকানে ঢুকে ভাঙচুর এবং লুঠপাট চালানো হয় বলে অভিযোগ করেন। তার পর এদিনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে।
আরও পড়ুন: Malda TMC: দলের প্রধান দুর্নীতির দায়ে, বিজেপি সদস্যকে প্রধান, সিপিএমকে উপপ্রধান করল তৃণমূল!