Bangladeshi Infiltrators: এপারে আসতে মরিয়া হিন্দুরা, সীমান্তে পাখির চোখ BSF-র, মানিকগঞ্জের পর উদ্বেগ বাড়ছে শীতলকুচিতেও

Bangladeshi Infiltrators: অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ। কিন্তু, চিন্তা কাটছে না সে দেশের সংখ্যালঘুদের। গত বুধবার বেড়ুবাড়ি সীমান্তে এদেশে আসার চেষ্টার পর শুক্রবার কোচবিহারের শীতলকুচিতেও সীমান্তপারে জমা হন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা।

Bangladeshi Infiltrators: এপারে আসতে মরিয়া হিন্দুরা, সীমান্তে পাখির চোখ BSF-র, মানিকগঞ্জের পর উদ্বেগ বাড়ছে শীতলকুচিতেও
প্রতীকী চিত্র। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2024 | 11:32 AM

কোচবিহার: সীমান্ত পেরিয়ে এদেশে আসতে চাইছেন সংখ্যালঘু হিন্দুরা। মানিকগঞ্জ, শীতলকুচি সংলগ্ন সীমান্তে অনুপ্রবেশ রুখতে বাড়তি নজর বিএসএফের। বেড়ুবাড়ি সীমান্তে গত বুধবার এদেশে আসার চেষ্টার পর শুক্রবার কোচবিহারের শীতলকুচিতেও সীমান্তপারে জমা হন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। বিজিবি এসে তাঁদের বুঝিয়ে সীমান্ত থেকে সরিয়ে দেয়। বাংলাদেশের পঞ্চগড়, নীলমণির হাট, নীলফামারি এলাকায় তাই বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ। হিলি সীমান্ত পেরিয়ে গত বৃহষ্পতিবার লুকিয়ে ট্রাকে করে এপারে ঢুকে পড়েন ডবলু শেখ নামে এক বাংলাদেশি। তাকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। এর জেরে বাণিজ্যের কারণে আসা-যাওয়া সমস্ত ট্রাকে তল্লাশি করছে বিএসএফ। জঙ্গী অনুপ্রবেশ রুখতে সতর্ক বিএসএফ জওয়ানেরা। 

অন্যদিকে ঢাকার ২৯টি থানা-সহ দেশের ৪১৭টি থানায় সেনা মোতায়েন করে হারানো অস্ত্র ও গোলাবারুদের খোঁজ শুরু করেছে বাংলাদেশি সেনা। জন সাধারণের সম্পত্তি ও সরকারি গুরুত্বপূর্ণ সম্পত্তির নিরাপত্তায় বাংলাদেশ সেনা গোটা দেশে ২০৬টি ক্যাম্প বসিয়েছে। তার মাধ্যমে ৫৮টি জেলায় সেনা মোতায়েন চলছে।  

এরইমধ্যে ফের চট্টগ্রাম ও জামালপুর কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিরা পালানোর চেষ্টা করে। কিন্তু তা রুখে দেয় সেনা। তবে বিগত কয়েকদিনে দেশের নানা প্রান্তে ভেঙেছে জেলের তালা। ফেরার শত শত বন্দি। অন্যদিকে হাসিনা দেশ ছাড়তেই দেশে নতুন করে জ্বলে উঠেছিল হিংসার আগুন। দফায় দফায় সে দেশের সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। উদ্বেগ বেড়েছে ভারতেও। এরইমধ্যে নোয়াখালীতে ফের সাম্প্রদায়িক হিংসার অভিযোগ সামনে এসেছে। যদিও তা প্রতিহত করেছে সে দেশের সেনা। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যেই সীমান্তের যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেখানে কাঁটাতার বসানোর কাজও জোরকদমে শুরু করে দিয়েছে এ দেশের প্রশাসন। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)