BJP vs TMC: নিশীথ হারতেই কোচবিহারে ঘুরছে খেলা, ফের মাস্টারস্ট্রোক তৃণমূলের

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Jun 08, 2024 | 11:58 AM

BJP vs TMC: ভোটের ফলাফল বের হতেই কোচবিহার জেলায় ঝড়ের গতিতে শুরু হয়েছে শিবির বদল। ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পর এবার দিনহাটা ১ নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস।

BJP vs TMC: নিশীথ হারতেই কোচবিহারে ঘুরছে খেলা, ফের মাস্টারস্ট্রোক তৃণমূলের
ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কোচবিহার: নিশীথ হারতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। কোচবিহারের মাতালহাট অঞ্চল এবার তৃণমূলের দখলে। জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাতালহাট অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই মনে করা হয়। তবে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হারের পর কোচবিহার জুড়ে বিভিন্ন অঞ্চলেই দখল নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার বিজেপির শক্ত ঘাঁটি মাতালহাট অঞ্চলেও দখল নিল তৃণমূল। 

ভোটের ফলাফল বের হতেই কোচবিহার জেলায় ঝড়ের গতিতে শুরু হয়েছে শিবির বদল। ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পর এবার দিনহাটা ১ নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা ১ নং ব্লকের বিজেপি পরিচালিত মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র বর্মন সহ ১৫ জন পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন ও দিনাটা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশু চন্দ্র রায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 

এই এদিনের যোগদানের মধ্য দিয়ে ২২ আসনের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ২২ জন পঞ্চায়েত সদস্যই তৃণমূল কংগ্রেসে চলে এলেন। প্রসঙ্গত, ২২ আসন বিশিষ্ট মাতালহাট গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে ১৫ টি আসন জয়ী হয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি। কিন্তু, লোকসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পরাজয়ের পরেই ঝড়ের গতিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েতগুলির পঞ্চায়েত সদস্যরা ফুল বদল করে তৃণমূল কংগ্রেসের আসতে শুরু করেছে। তা নিয়েই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে।  

Next Article