Udayan Guha: ‘জিন্স পরা, বয়কাট চুলের মহিলারা কখনও…’, মন্ত্রী উদয়নের এ কেমন মন্তব্য
Udayan Guha: উদয়নের কথায়, সেই আন্দোলনেই শহুরে মহিলারা যান, যা টিভিতে দেখায়, কাগজে ছবি বের হয়। উদয়নের সংযোজন, "আগে ঘর সামলান। নিজের ঘর সামলান।" মন্ত্রী আরও বলেন, যে সমস্ত জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেই লটারি বা মদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলুন।
কোচবিহার: আবারও উদয়ন গুহর মন্তব্য নিয়ে বিতর্ক। এবার উদয়নের দাবি, মদের ঠেক, জুয়ার বিরুদ্ধে শহরের জিন্স পরা মহিলারা কখনও মাঠে নামেন না। কারণ, আবেগ কম পড়ে যায়। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বলতে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে। এবার আবার সাজপোশাকের নিরিখে মেয়েদের বিভাজন তাঁর মুখে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
রবিবার দিনহাটা-২ ব্লকে তৃণমূলের বিক্ষোভ মঞ্চে ছিলেন উদয়ন গুহ। আর সেখানেই তিনি বলেন, “গ্রামের মহিলারা মদের ঠেক ভেঙে দেন, জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য বা জুয়ার ভাটি ভাঙার জন্য আমি কোনওদিন কোনও জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনওদিনও বয়কাট চুলের মেয়েকে দেখিনি। কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে না, ব্যাপারটা জমে না। এটা তো গ্রামের গরিব মা মেয়েদের আন্দোলন।’
উদয়নের কথায়, সেই আন্দোলনেই শহুরে মহিলারা যান, যা টিভিতে দেখায়, কাগজে ছবি বের হয়। উদয়নের সংযোজন, “আগে ঘর সামলান। নিজের ঘর সামলান।” মন্ত্রী আরও বলেন, যে সমস্ত জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেই লটারি বা মদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলুন।
প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন ও খুনের অভিযোগ ঘিরে তপ্ত গোটা বাংলা। রাত দখলে নেমেছেন সারা রাজ্যের মহিলারা। শুধু কলকাতা নয়, মধ্যরাতের পথ দখল নিয়েছেন ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া, বাঁকুড়া কিংবা বনগাঁ থেকে ক্যানিংয়ের মেয়েরাও। রাজ্যের গণ্ডী পার করে এই প্রতিবাদের ঢেউ গোটা দেশজুড়ে। দিল্লি থেকে মুম্বই, পথে পুরুষ-নারী একসঙ্গে।