Coochbehar: ধারালো অস্ত্রের কোপ, দিনহাটায় জোড়া খুন!

Suman Kalyan Bhadra | Edited By: সঞ্জয় পাইকার

Jan 15, 2025 | 2:21 AM

Coochbehar: এদিন সন্ধেতেই হুগলির রিষড়ায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। আর এদিন রাতেই কোচবিহারে ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল।

Coochbehar: ধারালো অস্ত্রের কোপ, দিনহাটায় জোড়া খুন!
কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিজনরা

Follow Us

দিনহাটা: মালদহ। হুগলি। এবার কোচবিহার। মঙ্গলবার সকালেই মালদহে এক তৃণমূল কর্মীকে ইট দিয়ে আঘাত করে খুনের ভিডিয়ো সামনে এসেছে। সন্ধেতেই হুগলির রিষড়ায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। আর এদিন রাতেই কোচবিহারে ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল।

ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির বালাডাঙা এলাকায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম ইউসুফ আলি ও হাসানুর রহমান।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ওই দুইজনকে। বছর আটান্নর ইউসুফ ও বছর পঁয়ত্রিশের হাসানুরের বাড়ি আটিয়াবাড়ি গ্রামে।

এই খবরটিও পড়ুন

ওই দু’জন একই জায়গায় আহত হয়ে পড়েছিলেন। কে বা কারা তাঁদের কোপাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতদের পরিজনরা এই নিয়ে কিছু বলতে পারছেন না। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃত ২ জনের পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “ওই দু’জনের নামে অপরাধের অভিযোগ রয়েছে। দু’জনেই অপরাধী। একসঙ্গে বছর চারেক জেলে ছিলেন। কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছেন।” পুরনো কোনও শত্রুতার জেরে খুনের ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে তাঁর দাবি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোর আগেই দু’জনে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। এদিন দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। কোনও কথা কাটাকাটির জেরে পরস্পরকে ছুরি দিয়ে আঘাত করে বলে পুলিশের প্রাথমিক অনুমান। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

Next Article