কোচবিহার: টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো ঘুরছে বাংলার দিকে দিকে। ২২ শহরে হয়েছে পরিক্রমা। তাতেই যেন পুজোর আনন্দ আরও দ্বিগুণ হয়েছে। এবার আবার আগের ক্যান্ডির সঙ্গে চটপটা স্বাদের ইমলি ক্যান্ডি নিয়ে হাজির হয়েছে পালস। তার স্বাদেই বুঁদ আট থেকে আশি। বাচ্চারা তো খাচ্ছেই সঙ্গে অদ্ভুত তেঁতুলের স্বাদ ভুলতে পারছেন না বড়রাও। সকলেই প্রশংসায় পঞ্চমুখ।
এবার আবার টিভি ৯ পুজোয় পালস সিজন টু-তে মৃৎশিল্পীদের দেওয়া হচ্ছে বিশেষ শিল্পী সম্মান। হাতে উঠছে পুরস্কার। এই উদ্যোগকেও সাধুবাদ জানাচ্ছেন সকলে। খুশি মৃৎশিল্পী থেকে তাঁদের পরিবারের লোকজন। এবার এই বিশেষ সম্মান পেলেন কোচবিহারের মৃৎশিল্পী অলোক পাল, অলোক পাল।
অলোকবাবু বলছেন, “বাবা বড় শিল্পী ছিলেন। ওনার মতো না পারলেও আমরা দুই ভাই চেষ্টা করছি। তাতে মোটামুটি আমাদের চলে যাচ্ছে। আমরা কিছু লোকও রেখেছি। লোকাল ও বাইরের লোক রয়েছে। চেষ্টা করছি বাবার স্মৃতি, বাবার নামটা ধরে রাখার।” শিল্পী পুলক পাল বলছেন, “অভাব অনেক দূর হয়েছে। কিন্তু আমাদের পরের প্রজন্ম এই কাজ করবে কিনা এখনই বলা যাচ্ছে না।”
কোচবিহার: টিভি ৯ বাংলা পুজোয় পালসের ট্যাবলো ঘুরছে বাংলার দিকে দিকে। ২২ শহরে হয়েছে পরিক্রমা। তাতেই যেন পুজোর আনন্দ আরও দ্বিগুণ হয়েছে। এবার আবার আগের ক্যান্ডির সঙ্গে চটপটা স্বাদের ইমলি ক্যান্ডি নিয়ে হাজির হয়েছে পালস। তার স্বাদেই বুঁদ আট থেকে আশি। বাচ্চারা তো খাচ্ছেই সঙ্গে অদ্ভুত তেঁতুলের স্বাদ ভুলতে পারছেন না বড়রাও। সকলেই প্রশংসায় পঞ্চমুখ।
এবার আবার টিভি ৯ পুজোয় পালস সিজন টু-তে মৃৎশিল্পীদের দেওয়া হচ্ছে বিশেষ শিল্পী সম্মান। হাতে উঠছে পুরস্কার। এই উদ্যোগকেও সাধুবাদ জানাচ্ছেন সকলে। খুশি মৃৎশিল্পী থেকে তাঁদের পরিবারের লোকজন। এবার এই বিশেষ সম্মান পেলেন কোচবিহারের মৃৎশিল্পী অলোক পাল, অলোক পাল।
অলোকবাবু বলছেন, “বাবা বড় শিল্পী ছিলেন। ওনার মতো না পারলেও আমরা দুই ভাই চেষ্টা করছি। তাতে মোটামুটি আমাদের চলে যাচ্ছে। আমরা কিছু লোকও রেখেছি। লোকাল ও বাইরের লোক রয়েছে। চেষ্টা করছি বাবার স্মৃতি, বাবার নামটা ধরে রাখার।” শিল্পী পুলক পাল বলছেন, “অভাব অনেক দূর হয়েছে। কিন্তু আমাদের পরের প্রজন্ম এই কাজ করবে কিনা এখনই বলা যাচ্ছে না।”