Panchayat Elections 2023: দিনহাটায় তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পর পর গুলি, নিহত ১, আহত ৫
Panchayat Elections 2023: ভোটের বাংলায় আবারও বেলাগাম হিংসা। পঞ্চায়েত ভোট পর্বকে সামনে রেখে বারবারই কোচবিহারের দিনহাটা শিরোনামে আসছে। এবার বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ।
কোচবিহার: ভোটের ময়দানে ফের গুলি। মঙ্গলবার সকালে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের গীতালদহ গ্রামপঞ্চায়েতের জরিধল্লা গ্রাম। সেখানে গুলি চালনার অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বাবু হক নামে একজন নিহত হয়েছেন। জখম হয়েছেন ৫ জন। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। একেবারে সীমান্তবর্তী গ্রামে এই গুলির ঘটনা। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে গুলি চলেছে। বাংলাদেশের দুষ্কৃতীদের কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। এদিকে দিনহাটায় গুলি চালানোর ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই ঘটনায় বিজেপিযোগ রয়েছে। পাল্টা বিজেপির দাবি, এটা রাজনৈতিক সংঘর্ষ নয়।
মাঝে আর এক সপ্তাহ। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটে। ইতিমধ্যেই একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। কিন্তু হিংসার ছবিতে বদল নেই। গুলি চলছেই, বোমাও পড়ছে মুড়ি মুড়কির মতো। গীতালদহ সীমান্তবর্তী গ্রাম। গত লোকসভা, বিধানসভা নির্বাচন, এমনকী ২০১৮ সালের পঞ্চায়েত ভোটেও উত্তপ্ত হয় এলাকা। এখানে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীকোন্দলের অভিযোগ রয়েছে। মূলত এলাকায় কার রাজত্ব কায়েম থাকবে তা নিয়েই দলাদলি।
যদিও মঙ্গলবার গুলি চলার ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে এ নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের ভূমিকায় বিরক্ত প্রকাশ করেন তিনি। বলেন, “আপনারা বলেন প্রশাসন কিছু করতে পারছে না। এই যদি উল্টোদিকে হতো বলতেন, তৃণমূল আক্রমণ করছে, গুন্ডামি করছে, বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে। একবারও বলছেন না বিজেপির গুন্ডারা দলগতভাবে তৃণমূল কর্মীর বাড়িতে আক্রমণ করে তাঁকে হত্যা করল। তাঁর বাড়ির আরও ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি।”
দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অজয় রায় বলেন, “আমি শুনেছি যারা এখানে গোলমাল করেছে তারা বাংলাদেশী। ঝামেলার কারণ হল ফেনসিডিল, ট্যাবলেট। এসব পাচারের সঙ্গে এরা যুক্ত। টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”