Balurghat: বালুরঘাটে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে উত্তম-মধ্যম জনতার

Balurghat: পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। লিখিত অভিযোগও করেন। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারও বাড়ি বালুরঘাটেই বলে জানা যাচ্ছে। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।

Balurghat: বালুরঘাটে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে উত্তম-মধ্যম জনতার
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 6:45 PM

বালুরঘাট: তিলোত্তমা কাণ্ডে উত্তাল গোটা দেশ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে বাংলার দিকে দিকে। এরইমধ্যে প্রকাশ্য দিবালোকে টিউশন পড়তে আসা আদিবাসী কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পুরসভার অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরে। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁকে আবার ধরেও ফেলে উত্তেজিত জনতা। মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ। ক্ষোভে ফেটে পড়েন তিনিও। তিনিই ডাকেন পুলিশকে। 

এরইমধ্যে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। লিখিত অভিযোগও করেন। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারও বাড়ি বালুরঘাটেই বলে জানা যাচ্ছে। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। সূত্রের খবর, এদিন সকালে হিলি থানা এলাকায় টিউশন পড়তে এসেছিলেন ওই ছাত্রী। অভিযোগ, রাস্তাতেই তাঁকে আটকান অভিযুক্ত যুবক। ছাত্রীর মোবাইল চায়। কিন্তু, তা দিতে অস্বীকার করায় শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। যুবতী চিৎকার শুরু করলেই চম্পট দেয় অভিযুক্ত। 

এদিকে যুবতীর চিৎকার শুনে ততক্ষণে ঘটনাস্থলে ছুটে এসেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দেখে স্থানীয় একটি স্কুলে গা ঢাকা দেয় ওই যুবক। কিন্তু, শেষ রক্ষা হয়নি। তাঁকে ধরে ফেলেন এলাকার লোকজন। চলে মারধর। অন্যদিকে তদন্তের স্বার্থে পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করবে পুরসভা, স্পষ্ট জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)