Balurghat Body Recover: দিদির বাড়িতে গিয়েই বেপাত্তা, বৃদ্ধের দেহ উদ্ধার হল আলুক্ষেতে

Balurghat Body Recover: রবিবার সকালে স্থানীয় ধান ক্ষেত থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হয়। স্থানীয় কয়েক জন প্রাতঃভ্রমণে বেরিয়ে দেহটি ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখেন।

Balurghat Body Recover: দিদির বাড়িতে গিয়েই বেপাত্তা,  বৃদ্ধের দেহ উদ্ধার হল আলুক্ষেতে
দেহ উদ্ধার (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2022 | 3:33 PM

বালুরঘাট: দিদির বাড়ি থেকে ফেরার কথা থাকলেও ফেরেননি বৃদ্ধ। সকালে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায় ধান ক্ষেত থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম জোহন মুর্মু (৬৫)। বাড়ি বালুরঘাট ব্লকের হাসইর এলাকায়। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা প্রথমে মৃতদেহটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় মৃতের পরিবার ও পুলিশকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, কিছুদিন আগে দিদির বাড়িতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। শনিবার দিদির থেকে বাড়ি ফেরার কথা থাকলেও রাতভর বাড়ি ফেরেননি জোহান মুর্মু। রাতভর চলে খোঁজাখুঁজি। সকালেও খোঁজ করতে থাকেন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সমস্ত জায়গায় তাঁর খোঁজ করা হয়।

রবিবার সকালে স্থানীয় ধান ক্ষেত থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হয়। স্থানীয় কয়েক জন প্রাতঃভ্রমণে বেরিয়ে দেহটি ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়। এর পেছনে কোনও রহস্য রয়েছে। পুলিশি তদন্তের দাবি তুলেছেন তাঁরা। মৃত্যুর পিছনে কারও হাত থাকলে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার।

কেন খুন করা হয়ে থাকতে পারে, কাদের সঙ্গে শত্রুতা ছিল দুই যুবকের, তা স্পষ্ট করে বলতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা। আদৌ দুর্ঘটনায় মৃত্যু কিনা, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টের হাতে পাওয়ার পরই। আপাতত তারই অপেক্ষা করছে পুলিশ।

আরও পড়ুন: Ration Distribution: প্রক্রিয়া চলছিল ১০ মাস ধরেই, এবার রেশন পরিষেবা নিয়ে বড় ঘোষণা খাদ্য দফতরের

আরও পড়ুন: Panihati Councillor Murder: খুনে জড়িয়ে থাকতে পারেন আরও অনেকেই, কারণ হতে পারে আরও গহীন! পানিহাটি কাউন্সিলর খুনে ফের ঘটনাস্থলে তদন্তকারীরা