Balurghat: ট্যাব কেলেঙ্কারি ছায়া এবার পুরসভায়? রাতারাতি গায়েব প্রায় ১৫ লক্ষ টাকা
Balurghat: তিনটি চেক নিয়ে বিতর্ক। এদিকে সেই তিন চের বালুরঘাট পুরসভার হাতেই রয়েছে বলে পুরসভার কর্তাদের দাবি। তাহলে পুরসভার চেকে টাকা কে তুলল? এ নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এখানেও কি তাহলের ট্যাবের মতো প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে? সেই প্রশ্নও ঘোরাফেরা করছে।
বালুরঘাট: অ্যাকাউন্ট থেকে গায়েব সরকারি টাকা। বালুঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য প্রশাসনিক মহলে। বালুরঘাট শাখার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট পুরসভার তিনটি চেকে এই টাকা তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ওই তিনটি চেক বালুরঘাট পুরসভার হাতেই রয়েছে বলে পুরসভার কর্তাদের দাবি। তাহলে পুরসভার চেকে টাকা কে তুলল? এ নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এখানেও কি তাহলের ট্যাবের মতো প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে? সেই প্রশ্নও ঘোরাফেরা করছে।
বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ ৪০ হাজার টাকার বেশি গায়েব হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বৃহস্পতিবার বিকালে তিনি তার অফিসে বসে তিনটি চেক দেখিয়ে দাবি করেন তাঁদের কাছে থাকা তিনটি চেক যার নম্বর ৫৩৭৭১, ৫৩৭৭২ এবং ৫৩৭৭৩, এগুলি এখনও ব্যাঙ্কে জমাই পড়েনি। অথচ এই চেক থেকেই মোট ১৪ লক্ষ ৪০ হাজারের কিছু বেশি টাকা কোনও একটি অ্যাকাউন্টে গতকাল রাতে ক্রেডিট হয়েছে। কীভাবে ব্যাংক কর্তৃপক্ষ এই টাকা ওই অ্যাকাউন্টে ক্রেডিট করে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এদিন তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং বালুরঘাট থানায়।
চাপানউতোরের মধ্যেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখার ম্যানেজার বিক্রান্ত কুমার জানান, কীভাবে কী হয়েছে তা জানা নেই। পুরসভা থেকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ আসতেই তা ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)