Balurghat: স্ত্রী ব্রেন টিউমারে আক্রান্ত! বিজেপি কর্মীকে ‘ইনকাম সার্টিফিকেট’ না দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
Balurghat: রবীন সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি। তবে কিছু দিন আগে পথ দুর্ঘটনায় গুরুত্ব আহত হন তিনি। বর্তমানে সেভাবে কাঠের কাজ করতে পারেন না। তাই বর্তমানে টোটো চালান তিনি।
বালুরঘাট: বিজেপিতে যোগদান করার অপরাধে ব্রেন টিউমারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক উপার্জনের শংসাপত্র দিতে হয়রানি করার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও পুরসভার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকভৃগু গ্রন্থাগার পাড়ার ঘটনা। এদিকে এনিয়ে বুধবার দুপুরে বালুরঘাট পুরসভা ও সদর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের অসুস্থ বিউটি সূত্রধরের স্বামী রবীন সূত্রধরের। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। যদিও অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনোজ সরকার জানিয়েছেন। তাঁর পাল্টা দাবি, ইনকাম সার্টিফিকেট ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রবীন সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি। তবে কিছু দিন আগে পথ দুর্ঘটনায় গুরুত্ব আহত হন তিনি। বর্তমানে সেভাবে কাঠের কাজ করতে পারেন না। তাই বর্তমানে টোটো চালান তিনি। এদিকে লোকসভা ভোটের ঠিক আগে আগে রবীন সূত্রধর সুকান্ত মজুমদারের হাত ধরে বিজপিতে যোগদান করেন। রবীন এর আগে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন।
কিছুদিন আগে রবীনের স্ত্রীর ব্রেন টিউমার ধরা পড়ে। রোগিনীকে দিল্লির এআইএমএসে স্থানান্তরিত করা হয়েছে৷ এদিকে আর্থিক অবস্থা খুব একটা ভাল না রবীনের। ন্যূনতম আর্থিক ইনকামের শংসাপত্র থাকলে অনেক ক্ষেত্রেই চিকিৎসার টাকা লাগে না। সেই শংসাপত্র নিতে গেলে পরে নানা রকম ভাবে হয়রানি করা হয়। ওই পরিবারকে কখনও বাড়িতে, কখনও দলীয় কার্যালয়ে, আবার কখনও পুরসভায় যেতে বলা হত। কিন্তু কোনওভাবেই ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়নি বলেই অভিযোগ।
ইনকাম সার্টিফিকেট দিলে, সাত হাজার টাকা মাসে উপার্জন দেখানো হবে বলে জানানো হয়। মাসিক ৪ হাজার টাকা উপার্জনের সার্টিফিকেট নিতে হলে কোর্টের কাগজ লাগবে বলে জানানো হয়।
ঠিক এই জায়গায় উঠেছে অভিযোগ। অভিযোগ, ওই ব্যক্তির স্ত্রী গুরুতর অসুস্থ হলেও শংসাপত্র দিতে অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ওই ব্যক্তির পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। যদিও স্থানীয় কাউন্সিলর ও তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি ঘটনার কথা অস্বীকার করেছেন। রাজনীতি করার জন্য এমনটা করা হচ্ছে বলে পাল্টা তাঁদের অভিযোগ।
অন্যদিকে এবিষয়ে সদর মহাকুমা শাসক সুব্রত কুমার বর্মন বলেন, “এনিয়ে অভিযোগ পেয়েছি। এনিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা হয়েছে। দ্রুত যাতে এই সার্টিফিকেট দেওয়া হয় তা বলা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”