Fire at Cycle Shop : আগুনে ভস্মীভূত সাইকেলের দোকান, ক্ষতি হল লক্ষাধিক টাকার

Fire at Cycle Shop : রাত ৮ আগুন লাগল শিববাড়ি বাজার এলাকার একটি সাইকেলের দোকানে। সাইকেলের দোকানে আগুন লেগে

Fire at Cycle Shop : আগুনে ভস্মীভূত সাইকেলের দোকান, ক্ষতি হল লক্ষাধিক টাকার
নিজস্ব ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 10:29 PM

গঙ্গারামপুর : আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটা গোটা দোকান। বুধবার রাতে আগুন লাগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি বাজার এলাকার একটি সাইকেলের দোকানে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় আশেপাশের অন্যান্য একাধিক দোকান। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আসে ততক্ষণে দোকানের সর্বস্ব পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বাজার এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার প্রবণতা ছিল প্রবল। কিন্তু সেই আশঙ্কা এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গঙ্গারামপুর থানার পুলিশ। দমকল কর্মী এবং পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্ত থেকে অনুমান শট সার্কিট থেকেই আগুন লেগেছে।

জানা গিয়েছে, শিববাড়ি এলাকার বাসিন্দা রাধানাথ শীল। শিববাড়ি বাজার এলাকায় তাঁর একটি সাইকেলের দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান রাধানাথ বাবু। রাত্রি ৮ টা নাগাদ আচমকাই তাঁর দোকান থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকা ঘিঞ্জি হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরই স্থানীয়রা দমকলে এবং রাধানাথবাবুকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসও।

ঘটনাস্থল থেকে কাউন্সিলর জয়ন্ত দাস বলেছেন, ৮ টার দিকে আমি শিববাড়ির পার্টি অফিসে বসেছিলাম। হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। তখনি ছুটে এসে দেখি সাইকেলের দোকানে ভয়াবহ আগুন। সঙ্গে সঙ্গে আমি দমকলে ফোন করেছিলাম। তারপর দমকল অতি দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করে।” জানা গিয়েছে, এখন আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। তবে দমকল কর্মীরা এখনও ঘটনাস্থলেই রয়েছেন। তাঁরা কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন : Hili: হোমের মধ্যেই চলত ছোট শিশুদের যৌন নিগ্রহ, সাত বছর পর কর্ণাধার পেলেন চরম শাস্তি